চোট পাওয়া ঋষভ পন্ত যে শেষ টেস্ট খেলতে পারবেন না তা জানাই ছিল। তবে তাঁর জায়গায় কে উইকেট কিপিং করবেন তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা ছিল। কারণ হাতে সময় বলতে কেবল তিনটে দিন। এর মধ্যে ইংল্যান্ডের ভিসা পাওয়া এবং সেখানে পৌঁছে যাওয়া বেশ কঠিন। তাই আগে থেকেই ঈশান কিষানকে তৈরি থাকতে বলা হয়েছিল।
তবে ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারেরও চোট রয়েছে। তাঁকে না পাওয়ায় নারায়ণ জগদীশনকে বেছে নিয়েছেন তাঁরা। মূলত প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটার জগদীশনের পারফরম্যান্স বিবেচনা করেই প্রথম বার টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তিনি শেষ টেস্টে খেলবেন না। দলের সঙ্গে থাকবেন। উইকেটকিপিং করবেন ধ্রুব জুরেল। লর্ডস টেস্টের পর, ম্যাঞ্চেস্টার টেস্টেও পন্তের চোটের কারণে তাঁকে উইকেটের পেছনে দেখা গিয়েছে। এবার দলেও থাকবেন তিনি।
তবে যদি কোনও চোট-আঘাত জনিত সমস্যা হয়, সঙ্গে সঙ্গে জগদীশনকে নামিয়ে দেওয়া যাবে। তাই আর ঝুঁকি নিতে চাননি গৌতম গম্ভীর ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর। গত বৃহস্পতিবার জাতীয় নির্বাচকদের ফোন পেয়েছিলেন জগদীশন। তার পরই ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার প্রস্তুতি শুরু করে দেন তামিলনাডুর ক্রিকেটার। ইংল্যান্ডের ভিসার জন্যও আবেদন করেন। শনিবার তাঁর ভিসার আবেদন মঞ্জুর হয়েছে। রবিবার সকালেই তিনি ইংল্যান্ডের বিমান ধরবেন। সে দিনই ম্যাঞ্চেস্টারে যোগ দেবেন ভারতীয় দলের সঙ্গে।
জগদীশনের আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ না হলেও, আইপিএল খেলেছেন। কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জগদীশনের নির্বাচন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এক কর্তা বলেছেন, ‘বেশ কিছু দিন ধরেই জগদীশনের উপর নজর ছিল। সম্পূর্ণ নিজের যোগ্যতাতেই টেস্ট দলে জায়গা করে নিয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ কিছু দ্বিশত এবং ত্রিশতরানের ইনিংস খেলেছে। কয়েকটা বিশ্বরেকর্ডও গড়েছে প্রথম শ্রেণির ক্রিকেটে। আরও আগেই জাতীয় দলে সুযোগ পেতে পারত।’