India vs England 5th Test: বৃহস্পতিবার অর্থাত্ ৩১ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট। ওভালে হবে ম্যাচ। ভারতের জন্য দুঃখের খবর হল, তারকা বোলার যশপ্রীত বুমরা ওভাল টেস্টে খেলছেন না।
'ক্রিক ইনফো'-র খবর অনুযায়ী, BCCI-এর মেডিক্যাল টিমের বক্তব্য, বুমরা পিঠের অবস্থা ও ভবিষ্যতের ফিটনেসের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যশপ্রীত বুমরা শেষ টেস্ট খেলবেন না, এই সিদ্ধান্ত খুব একটা চমকপ্রদ নয়। কারণ, ইংল্যান্ড সফরের শুরুতেই ঠিক ছিল যে পাঁচটি টেস্টের মধ্যে তিনটিতে খেলবেন তিনি। প্রথম টেস্টে হেডিংলেতে খেলেছিলেন, দ্বিতীয় টেস্টে এজবাস্টনে বিশ্রামে ছিলেন (যেটি ভারত জেতে), এরপর আবার খেলেছেন লর্ডস ও ওল্ড ট্র্যাফোর্ডের তৃতীয় ও চতুর্থ টেস্ট।
চতুর্থ টেস্টের চতুর্থ দিনের সকাল থেকেই বোলিং করেননি বুমরাহ। আর পঞ্চম ও শেষ টেস্টের আগে মাত্র তিন দিনের বিরতি। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট আগে থেকে ঠিক করে রাখা রোটেশন পলিসি বদলানোর কথা ভাবেনি।
আরও পড়ুন: 'বুমরা থাকলেই ভারতের জেতার সম্ভাবনা কমে যায়...' পরিসংখ্যান কী বলছে?
ওল্ড ট্র্যাফোর্ডে কেমন খেললেন বুমরাহ?
চতুর্থ টেস্টে বুমরাহকে বেশ পরিশ্রান্ত দেখা গিয়েছে। পিচ ছিল ধীর গতির ও ফ্ল্যাট। এত বেশি ওভার বল করতে হয়েছে যে তাঁর গতিতে তার প্রভাব পড়েছে। ৩৩ ওভার বল করে ২ উইকেট নিয়েছেন, যা কোনও এক ইনিংসে তাঁর সবচেয়ে বেশি ওভার বল করার রেকর্ড। এই ম্যাচেই প্রথমবার তাঁর বিরুদ্ধে ১০০-র বেশি রান ওঠে।
সিরিজে কেমন ছিল বুমরাহর গতি?
বুমরাহর গতি নিয়েও উদ্বেগের কারণ রয়েছে। সিরিজের প্রথম টেস্ট হেডিংলেতে ৪২.৭ শতাংশ বলের গতি ছিল ১৪০কিমি/ঘণ্টার বেশি। লর্ডসে তা কমে দাঁড়ায় ২২.৩ শতাংশে। আর ওল্ড ট্র্যাফোর্ডে সেটা আরও পড়ে গিয়ে দাঁড়ায় মাত্র ০.৫ শতাংশ। মানে সিরিজ যত এগিয়েছে, তত কমেছে তাঁর express delivery-এর সংখ্যা। ভারতীয় শিবির তাই পঞ্চম টেস্টে তাঁকে বিশ্রাম দিয়ে ভবিষ্যতের জন্য রক্ষা করতে চায়। কারণ সামনের মাসগুলিতে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ সিরিজ অপেক্ষা করছে।
বুমরার খেলা সম্পর্কে সিতাশু কোটাক কী বললেন?
সিতাশু কোটাক বুমরাহর খেলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কোটাক বলেন, যশপ্রীত বুমরার খেলা নিয়ে কোনও আলোচনা হয়নি। বুমরাহ এখন ফিট। তার কাজের চাপ অনুসারে, গত ম্যাচে সে একটি ইনিংসে বোলিং করেছে, তাই স্পষ্টতই প্রধান কোচ, আমাদের ফিজিও এবং অধিনায়ক আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
বুমরার জায়গায় কে খেলবেন ওভাল টেস্ট?
যশপ্রীত বুমরাহর জায়গায় আকাশ দীপ পঞ্চম টেস্টে খেলতে পারেন। মঙ্গলবার টিম ইন্ডিয়ার অনুশীলন সেশনে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। কুঁচকির চোটের কারণে আকাশ দীপ চতুর্থ টেস্ট খেলতে পারেননি, তবে নেটে তাঁকে ভাল ছন্দে দেখা গেছে এবং সবুজ পিচে বল ভালভাবে সুইং করছিল। এজবাস্টনে খেলা দ্বিতীয় টেস্টে (যা ছিল মেলবোর্নের পর তার প্রথম টেস্ট) আকাশ দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ম্যাচে তিনি ১০ উইকেট নিয়েছিলেন, যার মধ্যে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট ছিল, যা ছিল তার কেরিয়ারে সেরা পারফর্ম্যান্স। তবে লর্ডস টেস্টে সে তেমন ভালো করতে পারেনি। বিশেষ করে প্যাভিলিয়ন এন্ড থেকে ঢালে বোলিং করার সময়, তার লাইন-লেংথের সমস্যা হয়েছিল এবং পুরো টেস্টে মাত্র একটি উইকেট পেয়েছিলেন। কিন্তু ওভালের পিচ ফাস্ট বোলারদের জন্য অনুকূল বলে মনে করা হয়, যার কারণে আকাশের ফিরে আসার ভালো সুযোগ থাকতে পারে।