ব্লকবাস্টার পরিসমাপ্তির দিকে এগোচ্ছে ইংল্যান্ড বনাম ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। পঞ্চম টেস্টের আগে পরিস্থিতি আরও গরম। ওভালের পিচ প্রস্তুতকারক লি ফরটিসের এবং ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের উত্তপ্ত বাদানুবাদ এখন ভাইরাল। ফলে আরও বেশি করে সকলের নজর থাকবে এই ম্যাভে পিচ কেমন হবে সেদিকে।
যদিও ম্যাচ শুরু হওয়ার শেষ দিনের অনুশীলনে ভারতীয় দল এতটাই মগ্ন ছিল যে, আর তেমন কোনও বড় ঘটনা ঘটেনি। বিশেষ করে পিচের পাশে একসময় যখন প্রধান নির্বাচক অজিত আগরকার, গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমন গিল আলোচনা করছিলেন, তখন দেখা যায় ফরটিস তাঁদের পাশে যান। সম্ভবত তাঁদের পিচ থেকে কিছুটা সরে দাঁড়াতে বললেন কোনওরকম কথা কাটাকাটিতে জড়াননি গম্ভীর।
অন্যদিকে ওভালের সবুজ পিচ নিয়ে জোর আলোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পিচে পেসাররা বাড়তি সাহায্য পাবেন। সেই কারণেই সম্ভবত চার পেসার নিয়ে পঞ্চম টেস্টে নামতে পারে ভারত। সেক্ষেত্রে বুমরা যেহেতু আবার বিশ্রামে থাকবেন, তাঁর জায়গায় চোট সারিয়ে প্রথম একাদশে ফিরছেন আকাশ দীপ। এছাড়া বাকি তিন পেসার হতে চলেছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দুল ঠাকুর। দুই স্পিনার হবেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। চোট পেয়ে ছিটকে যাওয়া ঋষভ পন্তের জায়গায় প্রথম একাদশে আসছেন ধ্রুব জুয়েল। এছাড়া বাকি ব্যাটিং লাইন-আপ সম্ভবত একই থাকবে।
অন্যদিকে ইংল্যান্ড এই ম্যাচে বিরাট ধাক্কার সম্মুখীন হচ্ছে। চোটের কারণে শেষ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক বেন স্টোকস। পাশাপাশি চোটের কারণে খেলবেন না লিয়াম ডসন, ভোফ্রা আর্চার এবং ব্রিডন কার্স। প্রতিপক্ষ দলের প্রধান চার ক্রিকেটার না থাকায়, এই সবুজ উইকেটে ভারত যে বাড়তি সুবিধা পাবে তা বলাই যায়। এখন দেখার শুভমন ব্রিগেড সেই সুযোগ কাজে লাগিয়ে সিরিজে সমতা ফিরিয়ে দেশে ফিরতে পারে কিনা। সব মিলিয়ে আরও পাঁচটা দিন দারুণ ক্রিকেটের অপেক্ষায় সমর্থকরা।