ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের (India vs England Test) মুখে আবেগপ্রবণ ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। জানালেন, কীভাবে তাঁর মা হাসপাতালে বেড থেকে ছেলেকে অনুরোধ করেছিলেন, রাজকোট টেস্ট ম্যাচ খেলার জন্য।
১০০ তম টেস্টের মাইলফলক ছুঁতে চলেছেন
ধরমশালায় আজ পঞ্চম টেস্টে নামছে ভারত ও ইংল্যান্ড। অশ্বিনের কাছে এই টেস্ট ম্যাচ ঐতিহাসিক। এটিই অশ্বিনের ১০০তম টেস্ট ম্যাচ হতে চলেছে। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০০ উইকেটের মালিক অশ্বিন। অনিল কুম্বলের পরেই। চেন্নাইয়ে তৃতীয় টেস্টের সময় অশ্বিনের মা ব্ল্যাকআউট হয়ে জ্ঞান হারান। হাসপাতালে ভর্তি করা হয়। টেস্ট ম্যাচের মাঝেই ফিরে যান অশ্বিন।
মা বলল, তুমি ফিরে যাও
ইএসপিএন ক্রিকইনফো-কে অশ্বিন বলেন, 'আমি যখন হাসপাতালে গেলাম, মা ঘুমোচ্ছিল। জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পরেই প্রথম যে প্রশ্নটি মা আমায় করল, তা হল, তুই কেন ফিরে এলি? তারপরেই বললেন, টেস্ট ম্যাচ চলছে, তোমার ফিরে যাওয়া উচিত।' ১০০তম টেস্টের ল্যান্ডমার্ক ছোঁয়ার আগে অশ্বিন জানালেন, তাঁর পরিবার বরাবর কতটা তাঁর পাশে ছিলেন। ক্রিকেটে ভবিষ্যত্ গড়তে তাঁর মা-বাবা সর্বদা কীভাবে পাশে থেকেছেন।
আমার ক্রিকেট কেরিয়ার গড়ার পিছনে গোটা পরিবারের ভূমিকা
তাঁর কথায়, 'আমার ক্রিকেট কেরিয়ার গড়ার পিছনে গোটা পরিবারের ভূমিকা রয়েছে। কাজটা সহজ ছিল না। ওঁদের পক্ষে ভীষণ কঠিন ছিল। মা-বাবার জীবনের রোলার কস্টার রাইড বলা যেতে পারে। আমিও অনেক আবেগঘন সময়, উত্থান পতন কাটিয়েছি। আমার ৩৭ বছর বয়স। এখনও আমার বাবা এমন ভাবে খেলা দেখে যেন, এটাই আমার প্রথম ম্যাচ। আমার কাছে এটা বিরাট ব্যাপার। আমার থেকেও ক্রিকেটকে ওরা বোধ হয় বেশি ভালবাসে। আমার এবং ক্রিকেটের মাঝে কিছু এলে ওরাই সেটাকে সরিয়ে দিয়েছে। আমার জন্ম থেকেই বোধ হয় এটা হয়ে আসছে।'
৫০৭ উইকেটের অধিকারী অশ্বিন ৯৯তম টেস্ট খেলে ফেলেছেন। এবার অপেক্ষা ১০০তম টেস্টের। তিনি ভারতের সবচেয়ে সফল স্পিনারদের মধ্যে অন্যতম।