India vs England: ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ায় বাংলার দুই তারকা, ঈশ্বরণের ডেবিউ হবে?

আগেই ভারতীয় এ দলের ক্যাপ্টেন হয়েছেন। আর এবার মূল দলে জায়গা পেলেন অভিমন্যু ঈশ্বরণ। অস্ট্রেলিয়া সফরেও তিনি দলে ছিলেন। তবে খেলার সুযোগ পাননি। ইংল্যান্ড সফরে তিনি জায়গা পাবেন কিনা সেটাই এখন দেখার। ইংল্যান্ড সফরে ভারতীয় দল পাঁচ ম্যাচের সিরিজ খেলবে। পাশাপাশি বিরাট কোহলি ও রোহিত শর্মা না থাকায় সুযোগ পেতে পারেন বাংলার এই ক্রিকেটার।

Advertisement
ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ায় বাংলার দুই তারকা, ঈশ্বরণের ডেবিউ হবে?অভিমন্যু ঈশ্বরণ ও আকাশ দীপ

আগেই ভারতীয় এ দলের ক্যাপ্টেন হয়েছেন। আর এবার মূল দলে জায়গা পেলেন অভিমন্যু ঈশ্বরণ। অস্ট্রেলিয়া সফরেও তিনি দলে ছিলেন। তবে খেলার সুযোগ পাননি। ইংল্যান্ড সফরে তিনি জায়গা পাবেন কিনা সেটাই এখন দেখার। ইংল্যান্ড সফরে ভারতীয় দল পাঁচ ম্যাচের সিরিজ খেলবে। পাশাপাশি বিরাট কোহলি ও রোহিত শর্মা না থাকায় সুযোগ পেতে পারেন বাংলার এই ক্রিকেটার।

বাংলা থেকে শুধু ঈশ্বরণ নন সুযোগ পেয়েছেন আকাশদীপও। অস্ট্রেলিয়া সফরে ম্যাচ খেলেছিলেন। পাশাপাশি মোট ৭ টি টেস্ট খেলেছেন তিনি। মহম্মদ শামির অনুপস্থিতিতে তিনি দলে সুযোগ পেতে পারেন বলেই মনে করা হচ্ছে। কারণ, ইংল্যান্ডের আবহাওয়ায়, মিডিয়াম পেসাররা বিরাট সুবিধা পান। সেই কারণেই হয়ত সুযোগ দেওয়া হয়েছে বাংলার এই মিডিয়াম পেসারকে। 

কেন বাদ পড়লেন শামি? 

দীর্ঘদিন ধরেই মহম্মদ শামি ভারতীয় দলের অন্যতম সেরা পেস বোলার। তবে চোটের কারণে বারবার তাঁকে সমস্যায় পড়তে হয়েছে। এবার ইংল্যান্ড সফর থেকেও বাদ পড়তে হল তাঁকে। অজিত আগারকার বলেন, 'ডাক্তাররা আমাদের যা বলেছেন তার ভিত্তিতেই শামিকে এই সিরিজের জন্য বাদ দেওয়া হয়েছে। ও এখনও টেস্টের জন্য ফিট নয়। আমাদের পরিকল্পনা করতে হবে। দুর্ভাগ্যবশত সে ফিট নয়।'

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি
১ম টেস্ট: ২০-২৪ জুন, ২০২৫ হেডিংলি, লিডস
২য় টেস্ট: ২-৬ জুলাই, ২০২৫ এজবাস্টন, বার্মিংহাম
৩য় টেস্ট: ১০-১৪ জুলাই, ২০২৫ লর্ডস, লন্ডন
৪র্থ টেস্ট: ২৩-২৭ জুলাই, ২০২৫ ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার
৫ম টেস্ট: ৩১ জুলাই-৪ আগস্ট, ২০২৫- দ্য ওভাল, লন্ডন

ইংল্যান্ড সফরের জন্য ভারতের ১৮-সদস্যের দল: শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), অভিমন্যু ঈশ্বরণ, রবিউর রহমান, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, করুণ নায়ার, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।  

Advertisement

POST A COMMENT
Advertisement