India vs England: ডাকেটকে আউট করে 'অশালীন' আচরণ আকাশদীপের, শাস্তি পাবেন বাংলার বোলার?

ওভাল টেস্টে সমস্যায় পড়তে পারেন আকাশদীপ। টেস্টের প্রথম ইনিংসে বেন ডাকেটের সঙ্গে লেগে গিয়েছিল বাংলার পেসারের। তাঁকে আউট করার পর, ঘাড়ে হাত রেখে কিছু কথা বলেন আকাশ। যে ভাবে তাঁর গলা জড়িয়ে ধরে তাঁকে আকাশদীপ ‘বিদায়’ জানিয়েছেন তাতে তেমনটাই মনে করছেন ধারাভাষ্যকারেরা। এই কাজের জন্য জরিমানার মুখে পড়তে পারেন বাংলার পেসার।

Advertisement
ডাকেটকে আউট করে 'অশালীন' আচরণ আকাশদীপের, শাস্তি পাবেন বাংলার বোলার?ডাকেট ও আকাশদীপ

ওভাল টেস্টে সমস্যায় পড়তে পারেন আকাশদীপ। টেস্টের প্রথম ইনিংসে বেন ডাকেটের সঙ্গে লেগে গিয়েছিল বাংলার পেসারের। তাঁকে আউট করার পর, ঘাড়ে হাত রেখে কিছু কথা বলেন আকাশ। যে ভাবে তাঁর গলা জড়িয়ে ধরে তাঁকে আকাশদীপ ‘বিদায়’ জানিয়েছেন তাতে তেমনটাই মনে করছেন ধারাভাষ্যকারেরা। এই কাজের জন্য জরিমানার মুখে পড়তে পারেন বাংলার পেসার।

আকাশদীপের তৃতীয় ওভারে ঘটনাটি ঘটে। তাঁর বলে এগিয়ে এসে খেলতে যান ডাকেট। তবে ব্যাটে বলে কানেক্ট হয়নি। এগিয়ে গিয়ে ইংল্যান্ড অপেনারকে কিছু একটা বলেন আকাশদীপ। পাল্টা দেন ডাকেটও। এরপরেই রিভার্স স্কুপে চার মারেন ডাকেট। এরপর থেকেই ঠোকাঠুকি চলতে থাকে তাদের দুজনের মধ্যে। এরপরেই ডাকেটের পায়ে একটা বল লাগতেই আবেদন করেন আকাশদীপ। আম্পায়ার আউট না দেওয়ায়, ডিআরএস নেন শুভমন গিল। তবে তাতে লাভ হয়নি।

আকাশদীপের বলে আরও এক বার রিভার্স স্কুপ মারার চেষ্টা করেন ডাকেট। এ বার বল ব্যাটের কানায় লাগে। উইকেটরক্ষক ধ্রুব জুরেল ক্যাচ ধরেন। ৩৮ বলে ৪৩ রান করে আউট হন ডাকেট। তার পরে দেখা যায়, আকাশদীপ ডাকেটের গলা জড়িয়ে ধরে কিছু একটা বলছেন। তাঁর মুখে হাসি থাকলেও ধারাভাষ্যকারদের মনে হয়েছে বিদ্রুপ করছেন তিনি। ডাকেটের মুখে কিন্তু হাসি ছিল না। কিছু ক্ষণের মধ্যে আকাশদীপকে সরিয়ে নিয়ে যান লোকেশ রাহুল।

ভারতীয় দল পেস বোলারদের দাপটে ম্যাচে কিছুটা ফেরত এসেছে। ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ৫২ রানে এগিয়ে। হাতে এখনও আট উইকেট। ফলে, ভারতীয় দল চাইবে এই লিড বাড়িয়ে নিতে। যত এই ব্যবধান বাড়বে ততই চাপে পড়বে ইংল্যান্ড। দলে ক্রিস ওকসের না থাকা আরও কিছুটা সুবিধা করে দেবে ভারতীয় দলকে। চোটের জন্য এই ম্যাচে আর খেলতে পারছেন না ওকস। 

তবে একটা কথা মাথায় রাখতে হবে, ভারতীয় দলকে কিন্তু সিরিজ বাঁচাতে এই ম্যাচটা জিততেই হবে। ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।  

Advertisement

POST A COMMENT
Advertisement