India VS England: স্টোকসের ড্র-এর প্রস্তাব নাকচ, রেগে আগুন ইংল্যান্ড ক্যাপ্টেন; দেখুন VIDEO

ম্যাঞ্চেস্টারে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত চতুর্থ টেস্ট ম্যাচেও স্টোকস এবং জাদেজার তর্কাতরকি হয়েছে। ইংল্যান্ডের ৩১১ রানের লিড থাকা সত্ত্বেও, টিম ইন্ডিয়া এই টেস্ট ড্র করে এবং সিরিজ হারের ঝুঁকি থেকে বেঁচে যায়। তবে ম্যাচের একেবারে শেষদিকে যখন ভারতের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর শতরানের দোরগোড়ায় তখনই ম্যাচ শেষ করার আবেদন জানান স্টোকস।

Advertisement
স্টোকসের ড্র-এর প্রস্তাব নাকচ, রেগে আগুন ইংল্যান্ড ক্যাপ্টেন; দেখুন VIDEOবেন স্টোকস

ম্যাঞ্চেস্টারে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত চতুর্থ টেস্ট ম্যাচেও স্টোকস এবং জাদেজার তর্কাতরকি হয়েছে। ইংল্যান্ডের ৩১১ রানের লিড থাকা সত্ত্বেও, টিম ইন্ডিয়া এই টেস্ট ড্র করে এবং সিরিজ হারের ঝুঁকি থেকে বেঁচে যায়। তবে ম্যাচের একেবারে শেষদিকে যখন ভারতের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর শতরানের দোরগোড়ায় তখনই ম্যাচ শেষ করার আবেদন জানান স্টোকস।

ভারতীয় দলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, এখনই ম্যাচ ড্র বলে ঘোষণা করার কোনও সিদ্ধান্ত তারা নেননি। ব্যাটিং চালিয়ে যান। কারণ দুই ব্যাটারই তখন সেঞ্চুরির কাছাকাছি ছিলেন। সেই কারণেই জাদেজা স্টোকসের সঙ্গে সেই সময় হাত মেলাতে চাননি। কিন্তু ম্যাচের পরে স্টোকস, রবীন্দ্র জাদেজার সঙ্গে হাত মেলাননি। 

যখন ভারতের স্কোর ছিল চার উইকেটে ৩৮৬ রান এবং দলের লিড ৭৫ রানে পৌঁছেছিল, তখন স্টোকস আম্পায়ারের সঙ্গে কথা বলেছিলেন এবং ম্যাচ শেষ করার প্রস্তাব দিয়েছিলেন। অর্থাৎ, সেই সময়ই তিনি ম্যাচটিকে ড্র হিসেবে শেষ করতে চেয়েছিলেন। তখনও দিনের খেলা ১৫ ওভার বাকি ছিল। তবে ইংল্যান্ডের জয়ের কোনও সম্ভাবনা ছিল না।

কী হয়েছিল?

কিন্তু জাদেজা এবং সুন্দর, তাদের সেঞ্চুরির কাছাকাছি ছিলেন, সেই কারণেই ম্যাচ শেষ করতে চাননি। ড্রেসিংরুম থেকে খেলা দেখছিলেন শুভমান গিল, কোনও প্রতিক্রিয়া ছাড়াই চুপচাপ বসে ছিলেন। বেন স্টোকস ভারতের সিদ্ধান্তে খুব রেগে যান। আম্পায়ার এবং ব্যাটারদের সগে দীর্ঘক্ষণ কথা বলার পর, তিনি রণে ভঙ্গ দেন। ম্যাচের পর খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাত মেলালেও, স্টোকস, জাদেজা এবং সুন্দরের সঙ্গে হাত মেলাননি। সেই ভিডিওটিও ভাইরাল হয়েছে।

২০৩ রানের জুটি এবং দুই সেঞ্চুরি
এরপর, দুই ব্যাটসম্যানই ইংল্যান্ডের বোলারদের ক্লান্ত করে ২০৩ রানের অপরাজিত জুটি গড়েন। সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে জাদেজা তার বিখ্যাত তলোয়ার সেলিব্রেশন করেন। সুন্দরও করেন তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি। এর ফলে ম্যাচ বাঁচিয়ে নেয় টিম ইন্ডিয়া।  

Advertisement

POST A COMMENT
Advertisement