India vs England: ১০ জনে ব্যাট করতে হতে পারে টিম ইন্ডিয়াকে, ICC-র কোন নিয়মে সমস্যায় ভারত?

প্রথম ইনিংসে উইকেটকিপিং করার সময় চোট পান ঋষভ পন্ত (Rishabh Pant)। তাঁকে বাইরে নিয়ে আসতে হয়। পন্তের জায়গায় উইকেটকিপিং করতে দেখা যায় ধ্রুব জুরেলকে। ভারতের ভাইস ক্যাপ্টেন যদি ব্যাটিং-এর সময় সুস্থ হতে না পারেন তা হলে কি ব্যাট হাতে নামতে পারবেন জুরেল (Dhruv Jurel)? আইসিসি-র নিয়ম কী বলছে?

Advertisement
১০ জনে ব্যাট করতে হতে পারে টিম ইন্ডিয়াকে, ICC-র কোন নিয়মে সমস্যায় ভারত?টিম ইন্ডিয়া

প্রথম ইনিংসে উইকেটকিপিং করার সময় চোট পান ঋষভ পন্ত (Rishabh Pant)। তাঁকে বাইরে নিয়ে আসতে হয়। পন্তের জায়গায় উইকেটকিপিং করতে দেখা যায় ধ্রুব জুরেলকে। ভারতের ভাইস ক্যাপ্টেন যদি ব্যাটিং-এর সময় সুস্থ হতে না পারেন তা হলে কি ব্যাট হাতে নামতে পারবেন জুরেল (Dhruv Jurel)? আইসিসি-র নিয়ম কী বলছে?

আইসিসি-র নিয়ম
একজন বদলি খেলোয়াড় বল করতে পারবেন না বা অধিনায়ক হিসেবে কাজ করতে পারবেন না। তবে আম্পায়ারের সম্মতিতে উইকেটকিপার বা ফিল্ডার হিসেবে কাজ করতে পারবেন। পরিবর্ত ক্রিকেটার ব্যাট করার অনুমতি পাবেন না। আঙুলের চোটের জন্য তিনি ব্যাট করতে না পারলে শুভমন গিলদের লড়াই করতে হবে ১০ জন ব্যাটার নিয়ে। কারণ পরিবর্ত হিসাবে নামা জুরেল ব্যাট করতে পারবেন না ক্রিকেটের নিয়ম অনুযায়ী।

কীভাবে চোট লাগল?
জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) করা ৩৪তম ওভারে পত্র একটি বল আটকাতে তাইত দেন, কিন্তু বলটি পরিষ্কারভাবে ধরতে পারেননি তিনি। ফাল ইংল্যান্ড ২ রান বাই হিসেবে তুলে নেয়। এরপরই পস্তুকে ব্যথায় কষ্ট পেতে দেখা যায় এবং তিনি চিকিৎসার জন্য মাঠ ছাড়েন, সূত্র মারফৎ এই তথ্যটি জানা গিয়েছে।

পন্তের চোটে চিন্তা
পন্তের চোট ভারতের জন্য বড় চিন্তার কারণ হায় উঠতে পারে। কারণ, তিনি এই সিরিজে দারুণ ছন্দে আছেন। চারাট ইনিংস খেলে তিনি করেছেন ২৩৪২ রান। গড় ৮৫.৫০, যার মাধ্য রয়েছে দুটি শতরান ও একটি অর্ধশতরান। লিডসে করা জোড়া শতরানের মধ্যে তাঁর সেরা ইনিংস ছিল ১৩৪। টেস্টে ভারতের হয়ে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি শতরান এবং SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলিতে কোনো এশিয়ান কিপার হিসেবে সর্বোচ্চ রান তাঁরই ঝুলিতে।

ঋষভ পন্ত
ঋষভ পন্ত

কী জানিয়েছে বিসিসিআই?
সোশ্যাল মিডিয়ায় বিসিসিআই জানিয়েছে, ‘সহ–অধিনায়ক পন্থের বাঁ হাতের তর্জনীতে চোট লেগেছে। তাঁর চিকিৎসা চলছে। ভারতীয় দলের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন পন্থ। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেল উইকেট রক্ষা করছেন।’ পন্থের চোট কতটা গুরুতর বা লর্ডস টেস্টে তিনি আর খেলতে পারবেন কিনা সে সম্পর্কে কিছু জানায়নি বিসিসিআই। স্বাভাবিক ভাবেই পন্থকে নিয়ে উদ্বেগ বেড়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

Advertisement

POST A COMMENT
Advertisement