India vs England 5th Test Day 2 Live Score: এবার আউট রুটও, ১৭৫ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড

দ্বিতীয় দিনের শুরুতেই ভারতীয় দল আরও একটা উইকেট হারাল ভারতীয় দল। ফলে ২২০ রানে আট উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। তিন উইকেট তুলে নিলেন জস টাং। দারুণ ছন্দে তিনি।

Advertisement
LIVE: এবার আউট রুটও, ১৭৫ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ডদারুণ ছন্দে ইংল্যান্ডের ওপেনাররা

দ্বিতীয় দিনের শুরুতেই ভারতীয় দল আরও একটা উইকেট হারাল ভারতীয় দল। ফলে ২২০ রানে আট উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। তিন উইকেট তুলে নিলেন জস টাং। দারুণ ছন্দে তিনি। 

আউট ডাকেট

লাঞ্চের আগেই আউট ডাকেট। স্কোর ১ উইকেটে ১০৯ রান। অলি পোপ ১২ রানে অপরাজিত এবং জ্যাক ক্রাউলি ৫২ রানে অপরাজিত।

প্রথম দিনে বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে মাত্র ৬৪ ওভার খেলা হয়েছিল। প্রথম ইনিংসে ভারতীয় দলের টপ অর্ডার ভেঙে পড়ে। ভারতীয় দল ১৫৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। কেএল রাহুল (১৪ রান), যশস্বী জয়সওয়াল (২ রান), অধিনায়ক শুভমান গিল (২১ রান), সাই সুদর্শন (৩৮ রান), রবীন্দ্র জাদেজা (৯ রান) এবং ধ্রুব জুরেল (১৯ রান) খুব বেশি রান করতে পারেননি। এরপর করুণ নায়ার এবং ওয়াশিংটন সুন্দর সপ্তম উইকেটে দুর্দান্ত জুটি গড়েন এবং প্রথম দিনের খেলায় ভারতকে আর কোনও ক্ষতির সম্মুখীন হতে দেননি। তবে দ্বিতীয় দিনের শুরুতে পরপর উইকেট হারায় ভারত। ফলে মাত্র ২২০ রানে শেষ হয় ভারতের ইনিংস। 

ওভাল ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় দলের রেকর্ড বিশেষ কিছু নয়। ভারত এখন পর্যন্ত এই মাঠে ১৫টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র ২ টিতে জিতেছে। ভারতীয় দল ৬টি ম্যাচে হেরেছে, ৭টি ম্যাচ ড্র হয়েছে। ১৯৭১ এবং২০২১ সালে এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া। ২০২৩ সালের জুনে এই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) দ্বিতীয় রাউন্ডের ফাইনালে হেরেছে ভারতীয় দল।

POST A COMMENT
Advertisement