India vs England: বৃষ্টির আশঙ্কা ম্যাঞ্চেস্টারে, চতুর্থ টেস্টের আগে বিরাট সমস্যায় টিম ইন্ডিয়া

২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হতে চলেছে ইংল্যান্ড বনাম ভারত (India vs England) পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। তার আগে ইতিমধ্যেই এই মরণবাঁচন ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েছে শুভমন গিলের টিম ইন্ডিয়া (Team India)। আপাতত বেকেনহ্যামে অনুশীলনে ব্যস্ত তাঁরা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই টেস্টে। আর সেটাই চিন্তায় রাখছে গৌতম গম্ভীরদের।

Advertisement
বৃষ্টির আশঙ্কা ম্যাঞ্চেস্টারে, চতুর্থ টেস্টের আগে বিরাট সমস্যায় টিম ইন্ডিয়াটিম ইন্ডিয়া (ফাইল ছবি: পিটিআই)

২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হতে চলেছে ইংল্যান্ড বনাম ভারত (India vs England) পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। তার আগে ইতিমধ্যেই এই মরণবাঁচন ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েছে শুভমন গিলের টিম ইন্ডিয়া (Team India)। আপাতত বেকেনহ্যামে অনুশীলনে ব্যস্ত তাঁরা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই টেস্টে। আর সেটাই চিন্তায় রাখছে গৌতম গম্ভীরদের।

বৃষ্টির সম্ভাবনা আছে ম্যানচেস্টারে
তবে ম্যাঞ্চেস্টার টেস্টের আগে, যে বিষয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে তা হল সেখানকার আবহাওয়া। ম্যাঞ্চেস্টারের আবহাওয়া দফতর সূত্র মারফত জানা যাচ্ছে, ম্যাচের সময় বৃষ্টি হওয়ার ভাল সম্ভাবনা রয়েছে। তাই এমন পরিস্থিতিতে ভারতীয় দল দুই স্পিনার খেলাবে কিনা সেই বিষয়ে জোর আলোচনা চলছে। সাধারণত ম্যাঞ্চেস্টারের উইকেটে যথেষ্ট পেস থাকে। ফলস্বরূপ জোরে বোলাররা সেখানে বাড়তি সুবিধা পান। মনে করা হচ্ছে, সেই কারণে হেড কোচ গৌতম গম্ভীর সম্ভবত একজন স্পিনার খেলিয়ে, চার পেসার নিয়ে দল নামাতে পারেন। ফলে একমাত্র স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজার প্রথম একাদশে থাকার সম্ভাবনাই সব থেকে বেশি। আর স্পিনারের জায়গায় শার্দুল ঠাকুর সম্ভবত দলে আসতে পারেন।

ব্যাট করেছেন কুলদীপ
অনুশীলন নিয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে তা হল শুক্রবারের অনুশীলনে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন কুলদীপ যাদব। তাঁর ব্যাটিংয়ের দিকে যেমন নজর দেওয়া হচ্ছে, ঠিক তেমনই এখনও পর্যন্ত চলতি সিরিজে একটাও ম্যাচ না খেলা অর্শদীপ সিংয়ের বোলিংয়ের দিকেও বাড়তি নজর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

খেলবেন বুমরা?
অন্যদিকে যদি ভারত দুই স্পিনারে যায়, সেক্ষেত্রে কুলদীপ প্রথম একাদশে আসতে পারেন। তবে যেহেতু ম্যাচের আগে বেশ কিছুটা সময় হাতে রয়েছে, তাই প্রথম একাদশ নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি আবহাওয়া কেমন থাকে সেদিকেও নজর রয়েছে শুভমনদের। শনিবার অর্থাৎ ১৯ জুলাই বেকেনহ্যাম থেকে ম্যাঞ্চেস্টার পৌঁছে সেখানে প্রস্তুতি শুরু করবে টিম ইন্ডিয়া। তবে চতুর্থ টেস্টে জসপ্রীত বুমরাকে খেলানোর যে আপ্রাণ চেষ্টা করা হবে তা এখনই বলে দেওয়া যায়। তাই তিনি খেলেন কিনা সেদিকেই সকলের নজর রয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement