Rishabh Pant Toe Injury: বুড়ো আঙুল ভেঙেছে পন্তের, খেলা নিয়ে ফের অনিশ্চয়তা; কবে ফিট হবেন?

ইংল্যান্ড সিরিজের চতুর্থ ম্যাচে টিম ইন্ডিয়া বড় ধাক্কা খেয়েছে। তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত মারাত্মকভাবে আহত হয়েছেন। যার ফলে এই ম্যাচ তো বটেই, অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। বুধবার প্রথম ইনিংসে ব্যাট করার সময়ই ডান পায়ের আঙুল ভেঙে যায় তাঁর। সে কারণেই ডাক্তাররা তাকে কমপক্ষে ৬ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

Advertisement
বুড়ো আঙুল ভেঙেছে পন্তের, খেলা নিয়ে ফের অনিশ্চয়তা; কবে ফিট হবেন?ঋষভ পন্ত

ইংল্যান্ড সিরিজের চতুর্থ ম্যাচে টিম ইন্ডিয়া বড় ধাক্কা খেয়েছে। তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত মারাত্মকভাবে আহত হয়েছেন। যার ফলে এই ম্যাচ তো বটেই, অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। বুধবার প্রথম ইনিংসে ব্যাট করার সময়ই ডান পায়ের আঙুল ভেঙে যায় তাঁর। সে কারণেই ডাক্তাররা তাকে কমপক্ষে ৬ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। 

ভারতের ইনিংসের ৬৮তম ওভারে, যখন পন্ত ৩৭ রানে ব্যাট করছিলেন, তখন তিনি ইংল্যান্ডের বোলার ক্রিস ওকসের বিরুদ্ধে রিভার্স সুইপ খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু বলটি তার জুতার কাছে লেগে যায়। বলটি তার ব্যাটের ভেতরের প্রান্তে লেগে তার পায়ের আঙুলে লেগে যায়।
এরপর, পান্ত মাটিতে শুয়ে পড়েন এবং ব্যথায় কাতরাতে থাকেন। তার পা ফুলে যায় এবং রক্ত পড়তেও দেখা যায়। প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে থাকায়, তিনি হাঁটতেও পারছিলেন না। এরপর ফিজিওর সাহায্যে তাঁকে মেডিক্যাল টিমের গাড়িতে করে মাঠ থেকে বের করে আনা হয়।

বিসিসিআই সূত্র জানিয়েছে, স্ক্যানে তাঁর ফ্র্যাকচার ধরা পড়েছে। অন্তত ৬ সপ্তাহ খেলতে পারবেন না। মেডিক্যাল টিম পেইন কিলার ওষুধ দিচ্ছে, এবং পরীক্ষা করা হচ্ছে, তিনি আবার ব্যাট করতে নামতে পারবেন কিনা, কিন্তু এই মুহূর্তে তিনি হাঁটতেও পারছেন না, তাই তার আবার খেলার সম্ভাবনা খুবই কম। 

পরিস্থিতির কথা বিচার করে, ইতিমধ্যে নির্বাচক কমিটি শেষ টেস্টের (৩১ জুলাই থেকে ৪ আগস্ট, ওভাল) জন্য ঈশান কিষাণকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ধ্রুব জুরেল দলে থাকলেও, তাঁকে রিজার্ভ কিপার হিসেবে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতীয় দল ইতিমধ্যেই ইংল্যান্ডের পাশাপাশি চোট সমস্যা নিয়েও ভুগছে। এর মধ্যেই অলরাউন্ডার নীতিশ কুমার রেডিড (হাঁটুর ইনজুরি) সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ফাস্ট বোলার আকাশ দীপ (উরুতে ইনজুরি) এবং আর্শদীপ সিং (আঙুলের ইনজুরি) চতুর্থ টেস্টে খেলতে পারছেন না।

Advertisement

POST A COMMENT
Advertisement