India vs England: 'ওরা ক্রিকেট বোঝে না...' গিলের সমালোচকদের নিয়ে বিস্ফোরক গম্ভীর

ম্যাঞ্চেস্টার টেস্টে কোনওমতে ড্র করতে হয়েছে ভারতীয় দলকে। প্রথম ইনিংসে ক্যাপ্টেন শুভমন গিলের কিছু সিদ্ধান্ত ও বোলিং পরিবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তবে সেই সব সমালোচনার উত্তর দিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ক্যাপ্টেন গিলের পাশেই দাঁড়িয়েছেন তিনি।

Advertisement
'ওরা ক্রিকেট বোঝে না...' গিলের সমালোচকদের নিয়ে বিস্ফোরক গম্ভীরএই ফ্রেমে ভারতের অধিনায়ক শুভমান গিল (বামে) প্রধান কোচ গৌতম গম্ভীরের সাথে

ম্যাঞ্চেস্টার টেস্টে কোনওমতে ড্র করতে হয়েছে ভারতীয় দলকে। প্রথম ইনিংসে ক্যাপ্টেন শুভমন গিলের কিছু সিদ্ধান্ত ও বোলিং পরিবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তবে সেই সব সমালোচনার উত্তর দিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ক্যাপ্টেন গিলের পাশেই দাঁড়িয়েছেন তিনি। 

ম্যাচের পর সংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর বলেন, 'প্রথমত, শুভমান গিলের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয়। যারা সন্দেহ করে, তারা কেবল কথা বলে, ক্রিকেটটা বোঝে না। কিছু খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা পেতে সময় নেয়। ড্রেসিংরুমের মধ্যে থাকা কেউই গিলের পারফরম্যান্সে অবাক নয়।'

গম্ভীর আরও বলেন, 'ও সেঞ্চুরি নাও করত, তবুও আমরা তার পাশেই থাকতাম। যারা সত্যিই ক্রিকেট বোঝেন তারা ইতিমধ্যেই গিলের ক্ষমতা জানেন। এবার ও নিজেকে প্রমাণ করছে।' গৌতম গম্ভীর শুভমান গিলকে একজন ব্যাটার হিসেবেও প্রশংসা করেছেন। গম্ভীর বলেন, 'শুভমান গিল যখন ব্যাট করতে নামে, তখন তার উপর অধিনায়কত্বের কোন বোঝা থাকে না। তিনি মাঠে নামেন একজন ব্যাটার হিসেবে, অধিনায়ক হিসেবে নয়।' চলতি টেস্ট সিরিজে শুভমান গিল সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ডে টেস্ট সিরিজে ৭০০-এর বেশি রান করা তিনিই প্রথম এশিয়ান ব্যাটার।

শুভমান গিলের সমালোচনা কেন?
ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ড যখন ৩১১ রানের লিড নিয়েছিল, তখন শুভমান গিলের কিছু সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। শুভমান কেন মহম্মদ সিরাজকে নতুন বল হাতে তুলে না দিয়ে, অভিষেক করা অংশুল কাম্বোজকে নতুন বল তুলে দেন। ৬৮তম ওভারের পর ওয়াশিংটন সুন্দরকে বল করতে আনা হয়েছিল। ততক্ষণে ইংল্যান্ডের সেরা ব্যাটাররা অসাধারণ পারফর্ম্যান্স করে ফেলেছেন।

ভারতের বিপক্ষে ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচ ড্র হওয়ার কারণে, ৫ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এখনও ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের শেষ ও নির্ণায়ক টেস্ট ম্যাচটি ৩১ জুলাই থেকে লন্ডনের ওভাল মাঠে অনুষ্ঠিত হবে। যদি ভারতীয় দল এই ম্যাচটি জিততে পারে, তাহলেই সিরিজটি ২-২ ব্যবধানে ড্র হবে। অন্যথায়, ইংল্যান্ড সিরিজ জিতে যাবে।  

Advertisement

POST A COMMENT
Advertisement