সাই সুদর্শনইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক করলেন সাই সুদর্শন (Sai Sudarshan)। তিন নম্বরে ব্যাট করতে নামবেন তিনি। শুধু তাই নয়, আট বছর পর দলে জায়গা পেয়েছেন করুণ নায়ার (Karun Nair)। টসে জিতে ভারতীয় দলকে ব্যাট করতে পাঠিয়েছে ইংল্যান্ড। ২৩ বছর বয়সী সুদর্শন টেস্ট খেলা ৩১৭তম খেলোয়াড়। সুদর্শনকে টেস্ট ক্যাপ দিয়েছেন চেতেশ্বর পূজারা।
পূজারার হাত থেকে টেস্ট ক্যাপ পেলেন সাই
পূজারা ধারাভাষ্যকার হিসেবে ইংল্যান্ডে আছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) সাম্প্রতিক মরসুমে গুজরাত টাইটান্সের (GT) হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সুদর্শন। তিনি ১৫ ম্যাচে ৫৪.২১ গড়ে ৭৫৯ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন। এই ম্যাচের জন্য অভিজ্ঞ ব্যাটসম্যান করুণ নায়ার এবং শার্দুল ঠাকুর ভারতীয় দলের প্লেয়িং-১১-এ প্রবেশ করেছেন।
আট বছর পর দলে ফিরলেন করুণ
করুণ নায়ার ৮ বছরেরও বেশি সময় পর ভারতের হয়ে খেলতে এসেছেন। করুণ ২০১৭ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার শেষ টেস্ট খেলেছিলেন। এরপর তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মোহালি টেস্টে করুণ নায়ার ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। তবে, তার পরে করুণ খুব কম সুযোগ পেয়েছিলেন। অনেক মাস পর আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরেছেন শাদুল। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন শাদুল। লিডস টেস্টের জন্য নীতিশ কুমার রেডিডর চেয়ে শার্দুলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
লিডস টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বশির।
ভারতীয় দলের প্লেয়িং ১১: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরা, প্রসিধ কৃষ্ণ।