আইপিএল-এ (IPL 2025) এবারের মরসুম শেষ হওয়ার পরেই ভারতীয় দল (India vs England) ইংল্যান্ড সফরে যাবে। সেখানে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই সফরে ভারতের দল কেমন হবে তা নিয়ে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে এ মাসের দ্বিতীয় সপ্তাহে ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
পাঁচ টেস্ট খেলবেন না বুমরা
শোনা যাচ্ছে, ভারতীয় দলের সহ অধিনায়ক জসপ্রীত বুমরা পাঁচটা টেস্ট খেলবেন না। সেক্ষেত্রে বোর্ড এমন কাউকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দিতে চাইছে, যে গোটা সিরিজেই দলের সঙ্গে থাকতে পারবেন। সে ক্ষেত্রে উঠে আসছে শুভমন গিলের নাম। বোর্ডের এক সূত্রের মতে, 'আমরা এমন একজন খেলোয়াড় চাই যিনি পাঁচটি টেস্ট ম্যাচই খেলবেন। তাঁকেই সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিত।' বুমরা পাঁচটি ম্যাচ খেলবে না, তাই আমরা বিভিন্ন ম্যাচের জন্য আলাদা আলাদা সহ-অধিনায়ক নিয়োগ করতে চাই না। অধিনায়ক এবং সহ-অধিনায়ক ঠিক করা হলে এবং পাঁচটি টেস্ট ম্যাচের সবকটি খেলে ফেললে ভালো হবে।'
এই প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতীয় নির্বাচকরা একজন তরুণ খেলোয়াড়কে সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ করতে আগ্রহী, যিনি ভবিষ্যতে দলের নেতৃত্বও দেবেন। এমন পরিস্থিতিতে, শুভমান গিলকে এই সফরে ভারতীয় দলের সহ-অধিনায়ক করা যেতে পারে। শুভমান ২০২৫ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের (GT) অধিনায়কত্ব করছেন।
যে জসপ্রীত বুমরা অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছিলেন, যেখানে তিনি শেষ টেস্টে আহত হয়েছিলেন। সেই সময় বুমরার চোটের জন্য অতিরিক্ত বোলিংকেই দায়ী করা হয়েছিল। পিঠের চোটের কারণে বুমরা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। তবে, ফিট হয়ে তিনি দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। বুমরাহ এখন পর্যন্ত ২০২৫ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে ৭টি ম্যাচ খেলেছেন এবং ১১টি উইকেট নিয়েছেন।
শামিও দলে জায়গা পাবেন
ইংল্যান্ড সফরে রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, ফাস্ট বোলার মহম্মদ শামিও অনেকদিন পর টেস্ট দলে জায়গা পেতে পারেন। চোটের কারণে শামি দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন তিনি। এরপর শামি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন, যেখানে তিনি ৯ উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ভারত-ইংল্যান্ড সিরিজের সময়সূচি (২০২৫)
২০-২৪ জুন: প্রথম টেস্ট, হেডিংলি
২-৬ জুলাই: দ্বিতীয় টেস্ট, বার্মিংহাম
১০-১৪ জুলাই: তৃতীয় টেস্ট, লর্ডস
২৩-২৭ জুলাই: চতুর্থ টেস্ট, ম্যাঞ্চেস্টার
৩১ জুলাই-৪ আগস্ট: পঞ্চম টেস্ট, দ্য ওভাল