India vs Ireland ODI: ৫০ ওভারে ৪১৮ রান! রোহিতদের টপকে রাজকোটে রেকর্ড স্মৃতিদের

রাজকোটে ইতিহাস গড়ল ভারতের মহিলা ক্রিকেট দল। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ে ফেললেন ভারতের মেয়েরা। ৫০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রান করেন ভারতের মেয়েরা। এই রেকর্ডের নীরিখে পুরুষ দলকেও হারাল মেয়েরা। পুরুষ বা মহিলা দল মিলিয়ে ওডিআই ক্রিকেটে আগের রেকর্ডটি ছিল ২০১১ সালে। ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় পুরুষ দল করেছিল। তখন ভারতীয় দল স্কোর করে ছিল ৪১৮/৫। ওয়ানডেতে নারী ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড নিউজিল্যান্ডের। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

Advertisement
৫০ ওভারে ৪১৮ রান! রোহিতদের টপকে রাজকোটে রেকর্ড স্মৃতিদেরটিম ইন্ডিয়া পুরুষ ও মহিলা উভয় সহ ওডিআই ইতিহাসে সর্বোচ্চ স্কোর করেছে

রাজকোটে ইতিহাস গড়ল ভারতের মহিলা ক্রিকেট দল। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ে ফেললেন ভারতের মেয়েরা। ৫০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রান করেন ভারতের মেয়েরা। এই রেকর্ডের নীরিখে পুরুষ দলকেও হারাল মেয়েরা। পুরুষ বা মহিলা দল মিলিয়ে ওডিআই ক্রিকেটে আগের রেকর্ডটি ছিল ২০১১ সালে। ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় পুরুষ দল করেছিল। তখন ভারতীয় দল স্কোর করে ছিল ৪১৮/৫। ওয়ানডেতে নারী ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড নিউজিল্যান্ডের। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। এই ম্যাচে, ভারতীয় মহিলা দল যে কোনও ওডিআই ম্যাচে সর্বোচ্চ স্কোরের রেকর্ডও তৈরি করেছিল এবং প্রথমবার ৪০০ স্কোরও অতিক্রম করেছিল। ১২ জানুয়ারী ভারত ৩৭০ রান করে ওডিআইতে সর্বোচ্চ দলীয় স্কোর করেছিল। 

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হরমনপ্রীত কৌরের জায়গায় অধিনায়কত্ব করা মন্ধানা দ্রুত সেঞ্চুরিতে পৌঁছে যান। এটি ছিল তাঁর দশম সেঞ্চুরি। স্মৃতি মান্ধানা মেয়েদের ওডিআই ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি করা হরমানপ্রীত কৌরের রেকর্ড ভেঙে দিয়েছেন। মহিলাদের ওয়ানডেতে ১০ বারের বেশি সেঞ্চুরি করা চতুর্থ ক্রিকেটার হন স্মৃতি। রাজকোটে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৭০ বলে সেঞ্চুরি করেছিলেন স্মৃতি। সব মিলিয়ে ৮০ বলে ১৩৫ রান করেছিলেন, সেই ইনিংসে তিনি সাতটি ছক্কা ও ১২টি চার মেরেছিলেন। এর আগে গত বছর বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৭ বলে সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েছিলেন হরমনপ্রীত কৌর।

স্মৃতি ছাড়াও, ওপেনার প্রতীক রাওয়ালও ১২৯ বলে ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ২০টি চার ও ১টি ছক্কা। এটি ছিল প্রতিকার প্রথম ওয়ানডে সেঞ্চুরি। প্রতিকা এখনও পর্যন্ত ছয়টি ওডিআই ম্যাচে ৭৪ গড়ে ৪৪৪ রান করেছেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement