India vs New Zealand Champions Trophy Final: কাল চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নামবে ভারত-নিউজিল্যান্ড, কখন-কীভাবে দেখবেন?

IND vs NZ: রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল (Team India) ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) দুর্দান্ত পারফর্ম করেছে। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় দল। ফাইনাল ম্যাচ ৯ মার্চ (রবিবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কখন কীভাবে দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ?

Advertisement
কাল চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নামবে ভারত-নিউজিল্যান্ড, কখন-কীভাবে দেখবেন?  দুবাইয়ের পিচ কি ভারত সুবিধা দিচ্ছে? মুখ খুললেন কিউয়ি অধিনায়ক

রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল (Team India) ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) দুর্দান্ত পারফর্ম করেছে। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় দল। ফাইনাল ম্যাচ ৯ মার্চ (রবিবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কখন কীভাবে দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ?

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ কীভাবে দেখবেন?
রবিবার, ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আয়োজিত হবে, খেলা শুরু হবে দুপুর ২.৩০ টায়। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্য়াচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে। টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টারে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্য়াচটি।

বদলার লক্ষ্যে নামছে ভারত
শেষবার কোনও আইসিসি ইভেন্টের ফাইনালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ভারত মুখোমুখি হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। তাতে হেরে গিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এবার কী হবে? একটা আশার কথা, ভারতীয় দল দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে এখনও অবধি কোনও ম্যাচ হারেনি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত অপরাজিত। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল।

দ্বিতীয় সেমিফাইনালে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড জয় ছিনিয়ে নিয়েছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। ২০০০ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-নিউজিল্য়ান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্য়াচেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল হেরে গিয়েছিল স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড ক্রিকেট দল।

ভারতীয় দলে কারা থাকতে পারেন?

এই ম্যাচে ভারতীয় দলে কোনও বদল হওয়ার সম্ভাবনা নেই। কারণ প্রায় সকলেই ভাল ছন্দে আছেন। পাশাপাশি নিউজিল্যান্ডের সমস্ত ব্যাটার যে স্পিনের বিরুদ্ধে খুব ভাল খেলেন এমনটা নয়। তাই সেই সুযোগটাই কাজে লাগাতে চাইবে ভারত। ফাইনাল ম্যাচ খেলা হবে, ভারত-পাকিস্তান ম্যাচে ব্যবহার হওয়া পিচে। ফলে এতেও সুবিধা পাবে ভারত।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।  

Advertisement

POST A COMMENT
Advertisement