Ind vs Nz Rohit Sharma: তৃতীয় ODI-তেও ব্যর্থ রোহিত, ৩৩৮ রান তাড়া করতে নেমে বিরাট চাপে ভারত

তৃতীয় একদিনের ম্যাচেও ব্যর্থ রোহিত শর্মা (Rohit Sharma)। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে ১৩ বলে ১১ রান করে আউট হন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। ২০২৬-এর শুরুটা একেবারেই ভাল হল না তাঁর জন্য। রাজকোটে প্রথম একদিনের ম্যাচে ৩৮ বলে ২৪ রান করে আউট হন। দ্বিতীয় একদিনের ম্যাচে বরোদায় ২৯ বলে ২৬ রান করে আউট হন। ফলে বোঝাই যাচ্ছে চাপে রয়েছেন হিটম্যান।

Advertisement
তৃতীয় ODI-তেও ব্যর্থ রোহিত, ৩৩৮ রান তাড়া করতে নেমে বিরাট চাপে ভারতরোহিত শর্মা

তৃতীয় একদিনের ম্যাচেও ব্যর্থ রোহিত শর্মা (Rohit Sharma)। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে ১৩ বলে ১১ রান করে আউট হন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। ২০২৬-এর শুরুটা একেবারেই ভাল হল না তাঁর জন্য। রাজকোটে প্রথম একদিনের ম্যাচে ৩৮ বলে ২৪ রান করে আউট হন। দ্বিতীয় একদিনের ম্যাচে বরোদায় ২৯ বলে ২৬ রান করে আউট হন। ফলে বোঝাই যাচ্ছে চাপে রয়েছেন হিটম্যান।

কীভাবে আউট হলেন রোহিত?
মিডল স্টাম্প লক্ষ্য করে লেংথ বল করেন জাক ফোলকেস। ফিল্ডিং রেস্ট্রিকশন থাকায় মিড অনের উপর দিয়ে তুলে মারতে যান রোহিত। তবে টাইমিং ঠিক হয়নি। মিড অনে দাঁড়িয়ে থাকা ক্লার্কের হাতে ধরা পড়ে বল। এর আগের দুই ম্যাচেও টাইমিং নিয়ে ভুগতে হয়েছে রোহিতকে। আর ইন্দোরেও ঘটল একই ঘটনা। 

সিরিজ সমতায়। শেষ ম্যাচ যে দল জিতবে তারাই সিরিজটাও জিতে নেবে। ফলে চাপের মধ্যে রয়েছে দুই দলই। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। শুরুটা শুভমন গিলদের জন্য বেশ ভাল হলেও, ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপসের দুরন্ত পার্টনারশিপ নিউজিল্যান্ডকে দারুণ জায়গায় নিয়ে যায়। ৫০ ওভার শেষে ৩৩৭ রান করে কিউয়িরা। 

বড় রান তাড়া করতে নেমে রোহিতের উইকেট হারিয়ে চাপে পড়ে টিম ইন্ডিয়াও। সেই চাপ কাটিয়ে ওঠার আগেই বোল্ড হন ক্যাপ্টেন শুভমন গিলও। ফলে ৫০ রানের মধ্যেই ২ উইকেট হারাতে হয় ভারতীয় দলকে। এই চাপের থেকে বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার দলকে বের করে আনতে পারেন কিনা সেটাই এখন দেখার।

ছয় মাস পর ফের দেখা যাবে বিরাট-রোহিতকে
এর পরে ভারত টি ২০ সিরিজ খেলবে। তারপর রয়েছে টি২০ বিশ্বকাপও। ফলে এই মুহূর্তে আর ওডিআই ক্রিকেটনেই ভারতের। ২০২৭-এ ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে। তার আগে ফের খেলতে দেখা যাবে দুই তারকাকে। ফলে রোহিতের ফ্যানরা কিছুটা হলেও হতাশ হবেন।   

Advertisement

POST A COMMENT
Advertisement