পাকিস্তানকে হেলায় হারিয়ে এশিয়া কাপের গ্রুপ শীর্ষে ভারত। যেভাবে টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতেছে তাতে পাকিস্তানকে একেবারেই সাধারণ দল বলেই মনে হয়েছে। আর পাকিস্তানের থেকে টিম ইন্দিয়া ঠিক কতটা এগিয়ে সে ব্যাপারে মন্তব্য করেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। তিনি যদিও এ ব্যাপারে কোনও তুলনা করতে নারাজ ভারতের কোচ।
গম্ভীর এখন শুধুই নিজের দলের কথাই ভাবছেন। ম্যাচের পর এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, 'আপনি আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা করতে পারেন না। এই দলটাও পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। এখনও যাচ্ছে। সেই ছবিটা বাইরে থেকে অনেকেই বুঝতে পারে না। দলের উপর আমার ভরসা রয়েছে। আশা করছি, ভবিষ্যতেও এই দল সাফল্য এনে দেবে।'
সীমিত ওভারের ক্রিকেটে দারুণ সাফল্য পাচ্ছে ভারত। তবে টেস্ট ক্রিকেটে ব্যর্থও হতে হয়েছে গম্ভীরের দলকে। গম্ভীর বলেন, 'আমি যেমন ভাল দিন দেখেছি। পাশাপাশি খারাপ দিনও দেখেছি। এটাই তো কোচের জীবন। গুরুত্বপূর্ণ হল আপনি আপনার কাজে কতটা সৎ। আমি সততার সঙ্গে নিজের কাজ করেছি। এই সততাই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে চলেছে। দলের ভিতরে হোক বা বাইরে, ধারাভাষ্যের বক্স বা স্টুডিয়ো, সব জায়গায় সততা প্রয়োজন।'
দলের দারুণ পারফরম্যান্সে স্বাভাবিক ভাবেই বেশ খুশি টিম ইন্ডিয়ার কোচ। পাকিস্তানের বিরুদ্ধে জয়ে একটাও ভুল করেননি সূর্যকুমার জাদব্রা। এটাই তাঁকে আরও স্বস্তি দিচ্ছে। গম্ভীর বলেন, 'এর থেকে ভাল আর কীই বা চাইব? প্রতিপক্ষকে ১২৭ রানে আটকে দিয়ে হাসতে হাসতে রান তাড়া করেছি। মাঠে একটাও ভুল করেনি আমার দলের ছেলেরা। ওদের নিয়ে গর্বিত।'
পাহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে ভারতীয় দল যে পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি তা সমর্থন করেছেন গম্ভীর। পাশাপাশি জানিয়ে দিয়েছেন অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চান। গম্ভীর বলেন, 'দল হিসাবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে থাকতে চেয়েছিলাম। সেটাই করে দেখিয়েছি। অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাকে নিয়ে গর্বিত।'
পাহেলগাঁও হামলার পর, অপারেশন সিঁদুর শুরু করে ভারতের সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের নানা জায়গায় অভিযান চালায় ভারতের সেনাবাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি ঘাঁটি। তবে পাকিস্তানের সাধারণ মানুষের উপর কোনও আঘাত করেনি তারা।