India-Pakistan ম্যাচে ‘No Handshake’ সূর্যকুমারদের, রেফারির কাছে লিখিত নালিশ পাকিস্তানের

No Handshake এ রাগে ফুঁসছেন পাকিস্তান(Pakistan) টিমের প্লেয়াররা। Asia Cup 2025 এর ম্যাচ রেফারির কাছে নালিশ ঢুকল পাকিস্তানের ক্রিকেট বোর্ড(PCB)। রবিবার দুবাইয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। ম্যাচের শুরুতে ও শেষে পাকিস্তানের টিমের সঙ্গে কোনও ভারতীয় প্লেয়ারই হাত মেলাননি।

Advertisement
India-Pakistan ম্যাচে ‘No Handshake’ সূর্যকুমারদের, রেফারির কাছে লিখিত নালিশ পাকিস্তানেরসূর্যকুমারদের বিরুদ্ধে নালিশ পাকিস্তানের প্লেয়ারদের।
হাইলাইটস
  • No Handshake এ রাগে ফুঁসছেন পাকিস্তান(Pakistan) টিমের প্লেয়াররা।
  • Asia Cup 2025 এর ম্যাচ রেফারির কাছে নালিশ ঠুকল পাকিস্তানের ক্রিকেট বোর্ড(PCB)।
  • রবিবার দুবাইয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।

No Handshake এ রাগে ফুঁসছেন পাকিস্তান(Pakistan) টিমের প্লেয়াররা। Asia Cup 2025 এর ম্যাচ রেফারির কাছে নালিশ ঠুকল পাকিস্তানের ক্রিকেট বোর্ড(PCB)। রবিবার দুবাইয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। ম্যাচের শুরুতে ও শেষে পাকিস্তানের টিমের সঙ্গে কোনও ভারতীয় প্লেয়ারই হাত মেলাননি। টসের সময়েও সূর্যকুমার যাদব পাকিস্তানের ক্যাপ্টেন আগার সঙ্গে হ্যান্ডশেক করেননি। সাধারণত টস ও খেলা শেষে হ্যান্ডশেকই সৌজন্যমাফিক নিয়ম।

রবিবারের ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে প্রশ্নও করা হয় সূর্যকুমার যাদবকে। তিনি দৃঢ়ভাবে বলেন, 'কিছু জিনিস আছে, যেগুলি খেলার আবেগের থেকেও বড়।'

এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনা ছিল স্পষ্ট। এমনকি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তা ভালই টের পাওয়া যাচ্ছিল। এমনিতে সেই অনুষ্ঠানে পরাজিত টিমের ক্যাপ্টেনও উপস্থিত থাকেন। তবে দুইবার হ্যান্ডশেক প্রত্যাখানের পর আর সেখানে আসেননি আগা।

অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে জয়কে কাশ্মীরের পাহেলগাঁও হানায় নিহতদের উদ্দেশ্যে উৎসর্গ করেন সূর্যকুমার। বলেন, 'আমরা নিহতদের পরিবার এবং সেনাবাহিনীর পাশে আছি। আজকের জয় তাঁদের উৎসর্গ করতে চাই।'

পোস্ট-ম্যাচ সাংবাদিক সম্মেলনেও এই প্রসঙ্গ উঠে আসে। সেখানে সূর্যকুমার সাফ জানিয়ে দেন, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোটা শুধু দলের নয়, সরকারের এবং বোর্ডের সিদ্ধান্তও। আগেই তা ঠিক হয়ে ছিল।

পাকিস্তানের ক্ষোভ
অন্যদিকে পুরো বিষয়টিতে 'হতাশ' পাকিস্তানের ক্রিকেটাররা। অধিনায়ক সলমন আলি আগা পুরস্কার বিতরণীতে আসেননি। পাকিস্তানের হেড কোচ মাইক হেসনের অভিযোগ, 'আমরা ম্যাচ শেষে হাত মেলাতে চেয়েছিলাম। ভারতীয় দলের এই আচরণ খুবই হতাশাজনক।'

পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানায়, টিম ম্যানেজার নওয়েদ আখতার চিমা ম্যাচ রেফারির কাছে এই বিষয়ে অফিসিয়ালি অভিযোগ জানিয়েছেন। টসের সময় রেফারি দুই অধিনায়ককে করমর্দনের নির্দেশ দিলেও ইন্ডিয়া তা গ্রহণ করেনি। এককথায়, দুর্দান্ত জয়ের পরও, ম্যাচ শেষে আলোচনার মূলে রইল সেই 'No Handshake' বার্তাই।

Advertisement

POST A COMMENT
Advertisement