India vs Pakistan CT 2025: বরুণ In, কুলদীপ Out, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দল কেমন?

রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। এই ম্যাচটা পাকিস্তানকে জিততেই হবে। আর ভারত জিতলে তারা প্রায় পাকা করে নেবে সেমিফাইনালের জায়গা। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। স্পিন অস্ত্রেই ভারত মাত করতে চাইবে পাকিস্তানকে। 

Advertisement
বরুণ In, কুলদীপ Out, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দল কেমন?ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং স্পোর্টস১৮ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। অনলাইন স্ট্রিমিং JioCinema-তে পাওয়া যাবে।

রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। এই ম্যাচটা পাকিস্তানকে জিততেই হবে। আর ভারত জিতলে তারা প্রায় পাকা করে নেবে সেমিফাইনালের জায়গা। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। স্পিন অস্ত্রেই ভারত মাত করতে চাইবে পাকিস্তানকে। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চারটি করে দল নিয়ে মোট দু'টি গ্রুপ তৈরি হয়েছে। এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু'টি দল সেমিফাইনালে উঠবে। এখন মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন টিম করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে। যার নিটফল, আর একটি ম্যাচ হারলে, টুর্নামেন্ট থেকে পাকিস্তান কার্যত ছিটকে যাবে। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ছয় উইকেটে জিতেছে। যার ফলে তারা শক্তিশালী অবস্থানে রয়েছে। এবং রবিবার পাকিস্তানকে হারিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলতে চাইবে।

ব্যাটিং অর্ডার এক থাকার সম্ভাবনা
রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন শুভমন গিল। গিল বর্তমানে ভারতীয় লাইনআপের সবচেয়ে ইন-ফর্ম ব্যাটসম্যান, ওডিআইতে দু'টি ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেছেন। তিন নম্বরে ব্যাট করতে নামবেন বিরাট কোহলি। ওয়ানডে-তে ইতিহাসের দ্রুততম ১৪,০০০ রান করার জন্য তার আরও ১৫ রান প্রয়োজন। চার নম্বরে ব্যাট করতে নামার কথা শ্রেয়াস আইয়ারের। কেএল রাহুল ৫ নম্বরে নামতে পারেন, অক্ষর প্যাটেল ছয়ে খেলতে পারেন। হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা যথাক্রমে ৭ এবং ৮ নম্বরে ব্যাট করতে পারেন।

কুলদীপের জায়গায় বরুণ?
কুলদীপ যাদব বাংলাদেশের বিরুদ্ধে তাঁর সেরাটা দিতে পারেননি। তিনি ১০ ওভার বল করে ৪৩ রান দিয়ে একটিও উইকেট নিতে পারেননি। তাই পাকিস্তানের বিরুদ্ধে কুলদীপের পরিবর্তে বরুণ চক্রবর্তী দলে ঢুকতে পারেন। তিনি ভালো ফর্মে আছেন এবং দুবাইয়ের টার্নিং ট্র্যাকে তার স্পিন রহস্য কাজে আসতে পারে। হর্ষিত রানা বাংলাদেশের বিরুদ্ধে ভালো বল করেছেন। ৭.৪ ওভার বল করে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তাই মহম্মদ শামির সঙ্গে দ্বিতীয় পেসার হবেন হর্ষিতই। এছাড়া হার্দিক তো আছেনই। সেক্ষেত্রে আর্শদীপ সিং-কে সম্ভবত আরও অপেক্ষা করতে হবে।

Advertisement

ভারতের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

POST A COMMENT
Advertisement