ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে দুবাইয়ে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোটের জন্য ভারতীয় দল (Team India) থেকে ছিটকে গিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে সিডনিতে চোট পান বুমরা। তারপর আর মাঠে ফিরতে পারেননি। তবে দুবাইয়ে কেন এলেন বুমরা? শুধুই কি খেলা দেখতে? না তাঁকে তো মাঠেও দেখা গেল এক ঝলক। সতীর্থদের মনোবল বাড়িয়ে গেলেন।
কেন বুমরা দুবাইয়ে?
আসলে আইসিসি-র আমন্ত্রণেই এসেছেন তারকা ফাস্ট বোলার। তিনি টেস্টে বিশ্বের সেরা খেলোয়াড় হয়েছেন। জায়গা পেয়েছেন সেরা টি২০ দলে। আর তিন ফরম্যাট মিলিয়ে আইসিসি সেরা একাদশেও বুমরা নিজের জায়গা পাকা করেছেন। আর এই সমস্ত ট্রফি নিতে ভারত-পাক ম্যাচের দিন দুবাইয়ে এসেছেন বুমরা। এ ধরণের পুরস্কার দেওয়ার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা মঞ্চকেই বেছে নিয়েছে আইসিসি।
ভাইরাল বুমরার ছবি
সোশ্যাল মিডিয়ায় ভারতের সুপারস্টার জসপ্রীত বুমরার যে ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে একটি সাদা শার্ট পরে রয়েছেন বুমরা। হাতে একটি আইডি কার্ড। যা দেখে বোঝাই যাচ্ছে ভারতীয় টিমকে তাতানোর জন্য দুবাইতে পৌঁছে গিয়েছেন বুমরা। এক্স হ্যান্ডেলে একজন বুমরার দুবাই স্টেডিয়ামে পৌঁছে যাওয়ার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে জসপ্রীত বুমরা দুবাইতে এসেছেন। প্রতিবেশীরা এখন থেকেই কাঁপতে শুরু করেছে।’
অস্ট্রেলিয়া সফরে চোট পেয়ে ছিটকে গিয়েছেন বুমরা
বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে চোট পেয়েছিলেন বুমরা। সেই ম্যাচে সিডনিতে তিনি আবার রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। ওই ম্যাচ ৬ উইকেটে জিতেছিল অজিরা। আর সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছিলেন কামিন্সরা। জসপ্রীত বুমরা পেয়েছিলেন সিরিজের সেরার পুরস্কার। তিনি ৫ টেস্টে ৩২টি উইকেট নিয়েছিলেন। এরপর অবশ্য তিনি চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। তিনি থাকলে মিনি বিশ্বকাপে প্রতিপক্ষর উপর একটু হলেও বেশি চাপ তৈরি করতে পারত ভারত।