India vs Pakistan Sourav Ganguly: পাকিস্তান নিয়ে মুখ খুললেন সৌরভ, কী ভবিষ্যত্‍বাণী মহারাজের?

একদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতের মুখোমুখি হবে পাকিস্তান (India vs Pakistan)। বাংলাদেশকে (Bangladesh) হারিয়ে দারুণ ছন্দে ভারতীয় দল (Team India)। অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে হেরে গিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ফলে বিরাট চাপে মহম্মদ রিজওয়ানরা। ভারতের বিরুদ্ধে ম্যাচে জিততেই হবে তাদের। ধারে ভারে রোহিত শর্মার আরত যে অনেকটাই এগিয়ে তা আরও একবার মনে করিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

Advertisement
পাকিস্তান নিয়ে মুখ খুললেন সৌরভ, কী ভবিষ্যত্‍বাণী মহারাজের?ভারত-পাক ম্যাচ নিয়ে মন্তব্য সৌরভের
হাইলাইটস
  • ভারত-পাক ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ
  • কাদের এগিয়ে রাখলেন মহারাজ?

একদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতের মুখোমুখি হবে পাকিস্তান (India vs Pakistan)। বাংলাদেশকে (Bangladesh) হারিয়ে দারুণ ছন্দে ভারতীয় দল (Team India)। অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে হেরে গিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ফলে বিরাট চাপে মহম্মদ রিজওয়ানরা। ভারতের বিরুদ্ধে ম্যাচে জিততেই হবে তাদের। ধারে ভারে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত যে অনেকটাই এগিয়ে তা আরও একবার মনে করিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

কোন দলকে এগিয়ে রাখলেন সৌরভ?
শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে এসে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন জানিয়ে দেন, 'ভারত অনেক এগিয়ে। পাকিস্তানকে এই ম্যাচ জিততে হলে দারুণ ক্রিকেট খেলতে হবে।' তবে ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি সৌরভের নজর চ্যাম্পিয়ন হওয়ার দিকে। সে কারণেই বাংলার বোলার মহম্মদ শামিকে পরামর্শ দিলেন মহারাজ। তিনি বলেন, 'বুমরা না থাকায় চাপে পড়তে হবে শামিকে। তবে বাংলাদেশের বিরুদ্ধে ওর পাঁচ উইকেট নেওয়া আমাকে অবাক করেনি।' 

শামিকে পরামর্শ সৌরভের
পাশাপাশি তিনি এও বলেন, 'বুমরা বিশ্বের সেরা বোলার। তবে শামিকেও কিন্তু খুব বেশি পেছনে রাখার সুযোগ নেই। তবে ও যেন গোটা টুরনামেন্টটা সুস্থ থাকে সেদিকে নজর রাখতে হবে। কারণ ওর উপর এখন বিরাট বড় দায়িত্ব। ও গোটা টুর্নামেন্ট খেললে ভারতের বিরাট লাভ হবে।' পাশাপাশি ঋষভ পন্তকে বসিয়ে রেখে কেএল রাহুলকে খেলানো নিয়েও বিরাট সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে। তবে এ প্রসঙ্গে ভারতীয় দলের কোচের পাশেই দাঁড়িয়েছেন সৌরভ।

রাহুল না পন্ত কাকে পছন্দ সৌরভের?
বলেন, 'কেএল রাহুল দারুণ ব্যাটার। সে কারণেই পন্তকে বসিয়ে রাখা হয়েছে। তবে পন্তও ম্যাচ জেতাতে পারে। আসলে এই ভারতীয় দলে এত তারকা আছে, যারা নিজেদের দিনে যে কোনও দলকে হারিয়ে দিতে পারে। রাহুল ওডিআইতে দারুণ ক্রিকেটার। তার রেকর্ড ও পরিসংখ্যানের পাশাপাশি বিরাট অভিজ্ঞতার কথা বিচার করেই গম্ভীর এমন সিদ্ধান্ত নিয়েছে।'      

Advertisement

POST A COMMENT
Advertisement