ভারত-পাকিস্তানকাল ফের মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দুই দল। রবিবার সকালে দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে হবে এই ম্যাচ। গ্রুপ পর্বের এই ম্যাচে ভারত বড় ব্যবধানে জয় পেয়েছিল। ফাইনালে সেই জয়ের ধারা কি অব্যহত থাকবে? সেটাই এখন বড় প্রশ্ন।
ভারতের ব্যাটিং দারুণ শক্তিশালি
ভারতের ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালি। দারুণ ব্যাট করেছেন বৈভব সূর্যবংশীরা। দু'বার ৪০০-এর বেশি রানের স্কোর অনেক কিছু বলে দেয়। যেখানে বৈভব সূর্যবংশীর ঝড়ো ১৭১ এবং অভিজ্ঞান কুন্ডুর রেকর্ড গড়া ২০৯ রানের ইনিংস দুটি এই টুর্নামেন্টকে আলোচিত হয়েছে। এর সঙ্গে অ্যারন জর্জের মিডল অর্ডারের ধারাবাহিকতা এবং কনিষ্ক চৌহানের ফিনিশিংয়ের দক্ষতা যোগ করলে, ভারতকে শুরু থেকে শেষ পর্যন্ত শক্তিশালী মনে হচ্ছে।
ভারত অনূর্ধ্ব-১৯ বনাম পাকিস্তান অনূর্ধ্ব-১৯, এশিয়া কাপ ফাইনাল কখন সরাসরি দেখবেন?
ভারত বনাম পাকিস্তান, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ম্যাচটি রবিবার, ২১শে ডিসেম্বর দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে সকাল ১০:৩০ মিনিটে শুরু হবে।
ভারত অনূর্ধ্ব-১৯ বনাম পাকিস্তান অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল কোথায় সরাসরি দেখবেন?
ভারত বনাম পাকিস্তান, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ম্যাচটি সোনি স্পোর্টস টেন ১ এসডি ও এইচডি, সোনি স্পোর্টস টেন ৩ এসডি ও এইচডি (হিন্দি), সোনি স্পোর্টস টেন ৪ এসডি (তামিল ও তেলুগু) চ্যানেলে সম্প্রচারিত হবে। আপনি সোনি লিভ অ্যাপেও ম্যাচটি লাইভস্ট্রিম করতে পারবেন।
দারুণ ছন্দে রয়েছে পাকিস্তানও
বল হাতে, গতি তারকা দীপেশ দেবেন্দ্রন টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে পাকিস্তানের আব্দুল সুবহানের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। গতি ও নিখুঁত বোলিংয়ের মাধ্যমে শুরুতেই উইকেট নেওয়ার তার ক্ষমতা তাকে আবারও ভারতের প্রধান অস্ত্রে পরিণত করেছে। তবে পাকিস্তানকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাদের পেস আক্রমণ বেশ শক্তিশালী, এবং সামির মিনহাস ফর্মে থেকেই দলে এসেছেন। কিন্তু তাদের ধারাবাহিকতা না দেখাতে পারা ব্যাটিংই বড় প্রশ্ন হয়ে আছে।