IND vs SA 1st Test: ব্যাট করতে করতেই ঘাড়ে ব্যথা, রিটার্ড হার্ট গিল; ব্যাট করতে পারবেন?

ভারত ও দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে রিটার্ড হার্ট শুভমন গিল (Shubman Gill)। ৪ রানের ব্যক্তিগত স্কোর নিয়ে রিটায়ার হার্ট হন তিনি। দ্বিতীয় দিন খেলার প্রথম সেশনে এই ঘটনাটি ঘটে। ওয়াশিংটন সুন্দরের উইকেট হারানোর পর, গিল ক্রিজে এসে চোট পান। 

Advertisement
ব্যাট করতে করতেই ঘাড়ে ব্যথা, রিটার্ড হার্ট গিল; ব্যাট করতে পারবেন?শুভমান গিল

ভারত ও দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে রিটার্ড হার্ট শুভমন গিল (Shubman Gill)। ৪ রানের ব্যক্তিগত স্কোর নিয়ে রিটায়ার হার্ট হন তিনি। দ্বিতীয় দিন খেলার প্রথম সেশনে এই ঘটনাটি ঘটে। ওয়াশিংটন সুন্দরের উইকেট হারানোর পর, গিল ক্রিজে এসে চোট পান। 

কী হয়েছিল?
একটা চার মারেন। তারপরেই ঘাড়ে হাত দিয়ে বসে পড়েন। ভারতীয় ইনিংসের ৩৫তম ওভারের দ্বিতীয় বলে ওয়াশিংটন সুন্দরের উইকেট পড়ে যায়, সাইমন হার্মারের বলে এইডেন মার্করামের হাতে ক্যাচ আউট হন। ওয়াশিংটন সুন্দরের আউটের পর, ভারতীয় অধিনায়ক শুভমান গিল ক্রিজে আসেন। শুভমান প্রথম দুই বলে রান না করলেও, সেই ওভারের পঞ্চম বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে চার মারেন। এই শট খেলার পর, শুভমান তৎক্ষণাৎ তার ঘাড় চেপে ধরেন, ঘাড়ে তীব্র ব্যথা অনুভব করেন।

শুভমন গিলের চোট
শুভমন গিলের চোট

শুভমন কি আবার ব্যাট করতে ফিরবেন? 
এরপর ভারতীয় ফিজিও শুভমন গিলকে পরীক্ষা করার জন্য মাঠে আসেন। গিল ব্যাটিং চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না এবং মাঠ ছেড়ে চলে যেতে হয়েছিল। ড্রেসিংরুমে ফিরে আসার সময়, তিনি শক্ত হয়ে গিয়েছিলেন এবং ঘাড় মোটেও নাড়াতে পারছিলেন না। মনে হচ্ছিল শুভমনের ঘাড়ে টান ছিল।

ব্যাট করতে আসেন পন্ত
আশা করা হচ্ছে শুভমান গিলের চোট খুব বেশি গুরুতর নয় এবং তিনি এই ম্যাচে আবার ব্যাট করতে পারবেন। শুভমান মাঠ ছাড়ার পর সহ-অধিনায়ক ঋষভ পন্ত ব্যাট করতে আসেন। দর্শকরা তার প্রত্যাবর্তনকে স্বাগত জানায়। ইংল্যান্ড সফরে আঘাত পাওয়ার পর ঋষভ ভারতীয় দলে ফিরেছেন। 

কলকাতা টেস্টের জন্য ভারতের একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। 

কলকাতা টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকার একাদশ: রায়ান রিকেলটন, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জোরজি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), সাইমন হার্মার, মার্কো জ্যানসেন, করবিন বোশ এবং কেশব মহারাজ।
 

Advertisement

POST A COMMENT
Advertisement