India vs South Africa Odi: রায়পুরে বিরাট-রোহিতের পারফরম্যান্স কেমন? দ্বিতীয় ODI-এর আগে জানুন বিস্তারিত

india vs south africa 2nd odi: রাঁচিতে ফাটাফাটি খেলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাঁদের ব্য্যাটের উপর ভর করে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। বিশেষত, বিরাটের শতরানের পর সারা দেশ আবেগে ভাসছে। শত সমালোচনার রাজকীয় জবাব হিসেবেই এই ইনিংসকে দেখছেন অনেকে। আর এমন পরিস্থিতিতেই ৩ ডিসেম্বর, বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে মেন ইন ব্লু। এখন প্রশ্ন হল, রায়পুরের মাঠে ভারতের এবং রোহিত-কোহলির পরিসংখ্যান ঠিক কী? আর সেই উত্তরটাই রইল নিবন্ধটিতে।

Advertisement
রায়পুরে বিরাট-রোহিতের পারফরম্যান্স কেমন? দ্বিতীয় ODI-এর আগে জানুন বিস্তারিতরোহিত ও বিরাট
হাইলাইটস
  • রাঁচিতে ফাটাফাটি খেলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি
  • তাঁদের ব্য্যাটের উপর ভর করে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া
  • রায়পুরের মাঠে ভারতের এবং রোহিত-কোহলির পরিসংখ্যান ঠিক কী?

রাঁচিতে ফাটাফাটি খেলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাঁদের ব্য্যাটের উপর ভর করে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। বিশেষত, বিরাটের শতরানের পর সারা দেশ আবেগে ভাসছে। শত সমালোচনার রাজকীয় জবাব হিসেবেই এই ইনিংসকে দেখছেন অনেকে। আর এমন পরিস্থিতিতেই ৩ ডিসেম্বর, বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে মেন ইন ব্লু। এখন প্রশ্ন হল, রায়পুরের মাঠে ভারতের এবং রোহিত-কোহলির পরিসংখ্যান ঠিক কী? আর সেই উত্তরটাই রইল নিবন্ধটিতে।

কোন স্টেডিয়ামে হবে খেলা?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই খেলাটি অনুষ্ঠিত হবে রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। আর এই মাঠে এখনও পর্যন্ত একটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে।

সেই ম্যাচটি হয়েছিল দুই বছর আগে। তারিখ ছিল ২১ নভেম্বর ২০২৩। সেই খেলায় মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও ভারত। সে বার প্রথমে ব্যাট করেছিল নিউজিল্যান্ড। আর কিউইদের মাত্র ১০৮ রানেই বান্ডিল করে দিয়েছিল। মহম্মদ শামি সেই ম্যাচে ৩টে উইকেট নিয়েছিলেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর ২টি এবং হার্দিক পান্ডেয়া ২টি উইকেট নিয়েছিলেন।

রোহিত এবং কোহলি কী করেছিলেন?

ভারতীয় ক্রিকেটের ধ্বজা অনেকদিন ধরেই কাঁধে বয়ে বেড়াচ্ছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সেই কারণে সবসময় ফোকাস থাকে তাঁদের দিকেই। আর নিউজিল্যান্ডের সঙ্গে সেই ম্যাচে ১০৯ রান করতে নেমেও দারুণ খেলেন রোহিত শর্মা। তিনি করেন ৫১ রান। ৭টি ৪ এবং ২টি ৬ মেরেই হিটম্যান এই রানটা করেন।

যদিও এই ম্যাচটা খুব একটা ভাল যায়নি চেজ মাস্টার কোহলির। তিনি মাত্র ১১ রান করে আউট হয়ে যান। যার ফলে তাঁর ফ্যানেরা হতাশ হয়েছিলেন। তবে এই ম্যাচটি অনায়াসেই জিতে যায় ভারত। মাত্র ২১ ওভারে ৮ ইউকেটে তারা ম্যাচটা জিতে নেয়।

অর্থাৎ আপাতভাবে এই মাঠটা ভারতের জন্য খুবই পয়া। একটির মধ্যে একটিই জিতেছে মেন ইন ব্লু। এখন দেখার দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেই রেকর্ড থাকে বজায় থাকে কি না।

Advertisement

প্রথম ওডিআই-তে তুফানি ইনিংস রো-কো-এর

রাঁচির ওডিআই-তে ফাটাফাটি খেলেছেন রোহিত এবং বিরাট। ওপেন করতে নেমে ৫৭ রান করেন রোহিত। আর ফাস্ট ডাউনে নেমে ১৩৫ রান করে ফেলেন বিরাট। তাদের এই ইনিংসের পরই সোশ্যাল মিডিয়ায় উৎসব চলছে। সকলেই এই দুই ব্যাটারের করছেন প্রশংসা। অপরদিকে আক্রমণের শিকার হচ্ছেন কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগরকার। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়।

POST A COMMENT
Advertisement