
আশঙ্কাই সত্যি হল। গুয়াহাটি টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতের ক্যাপ্টেন শুভমন গিল। ভারতের জন্য বিরাট ধাক্কা। এম্নিয়েই ইডেন টেস্টে ৩০ রানে হারের পর চাপে ভারতীয় দল। এর মধ্যেই গিল ছিটকে যাওয়ায় সেই চাপ আরও বাড়ল। ঘরের মাঠে স্পিন ট্র্যাক বানিয়ে ল্যাজেগোবরে অবস্থা হয়েছে ভারতীয় দলের। সেই লজ্জা যাতে আরও না বাড়ে সে জন্য এই টেস্ট জেতা জরুরী।
ইডেন টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্যুইপ খেলতে গিয়েছিলেন গিল। সেই শট খেলার পরেই ঘাড়ে টান লাগে তাঁর। সেই ব্যথা এতটাই তীব্র ছিল যে, তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। আইসিইউতে ছিলেন গিল। সেখান থেকে তাঁকে ছেড়ে দেওয়া হলেও, তিনি গুয়াহাটি টেস্ট খেলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল। বিসিসিআই-এড় পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, তিনি খেলতে পারবেন না।
বিসিসিআই জানিয়েছে, 'অধিনায়ক শুভমন কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘাড়ের চোট পেয়েছিলেন এবং দিনের খেলা শেষে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং পরের দিন ছাড়া হয়। শুভমন চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন এবং ১৯ নভেম্বর, ২০২৫ তারিখে দলের সঙ্গে গুয়াহাটি যাবেন। তাঁকে BCCI-এর মেডিকেল টিম পর্যবেক্ষণ করবে এবং তারপরে দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।' যদিও শুক্রবার যা খবর, তাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে দল থেকে। তিনি মুম্বই গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলবেন।
গিলের জায়গায় কে?
গিলের জায়গায় ভারতের অধিনায়কত্ব করবেন ঋষভ পন্ত। একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ওই টেস্টে গিলের জায়গায় খেলতে পারেন বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন। ইডেন টেস্টে হারের পরে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মরণবাঁচন হয়ে উঠেছে ভারতের কাছে। স্পিনারদের বিরুদ্ধে ভারতের ব্যাটারদের দুর্বলতা প্রকাশ্যে আসার পরে এটাই চিন্তা ভারতের কাছে। দ্বিতীয় টেস্টে কি খেলবেন শুভমন? শুভমন না খেললে ভারতের চিন্তা আরও বাড়বে।