IND vs WI 1st Test: তিন দিনেই উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, ইনিংস ও ১৪০ রানে জয় ভারতের

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনে ভারত জয়ের দোরগোড়ায়। আহমেদাবাদের পিচে বল ঘুছে। ফয়দা তুলে নিচ্ছেন রবীন্দ্র জাদেজা। ইতিমধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। 

Advertisement
তিন দিনেই উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, ইনিংস ও ১৪০ রানে জয় ভারতের রবীন্দ্র জাদেজা

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনে ভারত জয়ের দোরগোড়ায়। আহমেদাবাদের পিচে বল ঘুছে। ফয়দা তুলে নিচ্ছেন রবীন্দ্র জাদেজা। ইতিমধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই ৪৪৮ রানে ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ২৮৬ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ।  

ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

৫ উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। কোনওমতে ৫০ পেরিয়েছে তারা। ফলে ভারতের সামনে মাত্র ৫ উইকেট তুলে নেওয়াই লক্ষ্য ভারতের। 

৩ উইকেট জাদেজার

ব্যাটের পর বল হাতেও ঘরের মাঠে কামাল দেখাচ্ছেন জাদেজা। ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। বল ঘুরতে থাকায়, তাঁকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমন গিল। আর সেই স্ট্র্যাটেজি কাজে লেগে গেল আজ। বাকি দুই উইকেট পাওয়া বোলার হলেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। দুই বোলারই একটি করে উইকেট তুলেছেন। 

ভারতের প্রথম ইনিংস: রাহুল-জুরাল-জাদেজার সেঞ্চুরি
ভারতের প্রথম ইনিংসে কেএল রাহুল, ধ্রুব জুরাল এবং রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি করেন। ওপেনার কেএল রাহুল ১৯৭ বলে ১০০ রান করেন, যার মধ্যে ১২টিচার ছিল। এটি ছিল রাহুলের টেস্টে ১১তম সেঞ্চুরি। এটি ছিল ঘরের মাঠে তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ধ্রুব জুরাল ২১০ বলে ১৫টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ১২৫ রান করেন। অন্যদিকে জাদেজা ১৭৬ বলে ৬টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে অপরাজিত ১০৪ রান করেন। এটি ছিল জুরালের প্রথম টেস্ট সেঞ্চুরি এবং জাদেজার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ দুটি উইকেট নেন।

POST A COMMENT
Advertisement