Mohammed Shami: 'আপনারও আসা উচিত' SIR শুনানিতে হাজিরা দিয়ে বললেন শামি

SIR-এর শুনানিতে হাজির হলেন মহম্মদ শামি। মঙ্গলবার বিক্রমগড়ে এই শুনানিতে যাবতীয় কাগজ ও নথি নিয়ে হাজির হয়েছেন শামি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। জানা গিয়েছে, উত্তর প্রদেশে যেখানে তাঁর আদি বাড়ি সেখানকার লিস্টেও তাঁর ও তাঁর পরিবারের কারুর নাম পাওয়া যায়নি। সে কারণেই শুনানিতে আস্তে হল ভারতের তারকা পেসারকে।

Advertisement
'আপনারও আসা উচিত' SIR শুনানিতে হাজিরা দিয়ে বললেন শামিমোহাম্মদ শামি

SIR-এর শুনানিতে হাজির হলেন মহম্মদ শামি। মঙ্গলবার বিক্রমগড়ে এই শুনানিতে যাবতীয় কাগজ ও নথি নিয়ে হাজির হয়েছেন শামি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। জানা গিয়েছে, উত্তর প্রদেশে যেখানে তাঁর আদি বাড়ি সেখানকার লিস্টেও তাঁর ও তাঁর পরিবারের কারুর নাম পাওয়া যায়নি। সে কারণেই শুনানিতে আস্তে হল ভারতের তারকা পেসারকে।

মাথায় রাখতে হবে, মহম্মদ শামি হলেন বাংলার একজন ভোটার। তিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার। তিনি রাশবিহারি বিধানসভা কেন্দ্রে ভোট দেন। সূত্রের খবর, আগেই তাঁকে শুনানির জন্য ডাকা হয়েছিল। তবে, সেই সময় তিনি বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে ব্যস্ত থাকায় আসতে পারেননি।

আর শামিকে হিয়ারিংয়ে ডাকার খবরে নতুন করে SIR বিতর্ক বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ইতিমধ্যেই জয় গোস্বামী থেকে শুরু করে দেব, অনির্বাণকে ডেকেছে নির্বাচন কমিশন। আর সেই লিস্টে জায়গা পেলেন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা মহম্মদ শামিও। আর তাঁর এই হিয়ারিংয়ে ডাক নিয়েই ইতিমধ্যেই আওয়াজ চড়াতে শুরু করেছেন তৃণমূল।  কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছিলেন, ''ভাবলেও খারাপ লাগে যে যিনি ভারতের হয়ে খেলেন তাঁকেও শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। তবে সর্বতোভাবে ওঁকে সাহায্য করা হবে এই বিষয়ে।' পাসপোর্ট নথি হিসেবে জমা দেন শামি। 

sir শুনানিতে শামি
sir শুনানিতে শামি

শুনানি শেষ হয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন শামি। তিনি বলেন, 'SIR-কে কখনওই উপেক্ষা করা উচিৎ নয়। ভাল বিষয়। যদি ডাক পরে তবে আপনারও আসা উচিৎ। নাম সংশোধণের বিষয়টি অবশ্যই প্রয়োজন। যতবার ডাকবে ততবার আসব। কোনও সমস্যার মধ্য়ে পড়তে হয়নি আমাকে। সবাই খুব সাহায্য় করেছে আমাকে।' কিছুদিন আগেই  প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে, এসআইআর ফর্মের নিচের পার্ট ২০০২ এর লিঙ্ক ফিল আপ হয়নি। সেই কারণেই ডাক পেয়েছেন ক্রিকেটার।

ঘরোয়া ক্রিকেটে দারুণ বল করলেও সুযোগ হচ্ছে না ভারতীয় দলে। সে কারণেই অনেকদিন ধরেই শিরোনামে শামি। তবে নির্বাচকদের উপর আস্থা হারাচ্ছেন না ভারতের তারকা পেস বোলার। 

Advertisement

POST A COMMENT
Advertisement