Indian Cricketers In Ranji Trophy: ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থ রোহিত-গিলরা, রঞ্জিতে বাজিমাত করলেন জাদেজা

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে রঞ্জি ট্রফিতে (Rohit Sharma) অনেক ম্যাচ শুরু হয়েছে, যেখানে অনেক ভারতীয় তারকাদের খেলতে দেখা গিয়েছে। কিছু খেলোয়াড়ের পারফরম্যান্স দুর্দান্ত। যেখানে রোহিত শর্মা (Rohit Sharma), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমান গিল (Shubman Gill), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং ঋষভ পান্ত (Rishabh Pant) একেবারেই পারফর্ম করতে পারেননি। তবে রাজকোটে দিল্লির বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

Advertisement
ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থ রোহিত-গিলরা, রঞ্জিতে বাজিমাত করলেন জাদেজা

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে রঞ্জি ট্রফিতে (Rohit Sharma) অনেক ম্যাচ শুরু হয়েছে, যেখানে অনেক ভারতীয় তারকাদের খেলতে দেখা গিয়েছে। কিছু খেলোয়াড়ের পারফরম্যান্স দুর্দান্ত। যেখানে রোহিত শর্মা (Rohit Sharma), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমান গিল (Shubman Gill), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং ঋষভ পান্ত (Rishabh Pant) একেবারেই পারফর্ম করতে পারেননি। তবে রাজকোটে দিল্লির বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

দিল্লির বিপক্ষে জাদেজা ১৭.৪ ওভারে ৬৬ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছেন। মূলত তাঁর দাপটেই প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। ছয় বছর পর রঞ্জি ট্রফিতে ফেরা ঋষভ পান্তও রান করতে পারেননি। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১ রান করে আউট হন পান্ত। বাঁ হাতি স্পিনার ধর্মেন্দ্র সিং জাদেজার বলে প্রেমাক মানকড়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন পান্ত। 

শুভমান গিলও রঞ্জিতে ছাপ রাখতে ব্যর্থ হয়েছেন। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্ণাটকের বিরুদ্ধে ম্যাচে পঞ্জাবের অধিনায়ক শুভমান মাত্র ৪ রান করে আউট হন। উইকেটরক্ষক কৃষ্ণান সৃজিতের হাতে ফাস্ট বোলার অভিলাষ শেঠির হাতে ক্যাচ আউট হন শুভমন। যেখানে মুম্বই এবং জম্মু ও কাশ্মীরের মধ্যে ম্যাচে, রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল উভয়েই রান পাননি।

৪ রান করে আকিব নবীর বলে এলবিডব্লিউ আউট হন যশস্বী জয়সওয়াল। ৩ রান করে উমর নাজিরের বলে পারস ডোগরার হাতে ক্যাচ দেন রোহিত শর্মা। ৯ বছর ৩ মাস পর রঞ্জিতে খেলতে আসেন রোহিত। রঞ্জি ম্যাচে মাত্র ১১ রান করে বিদায় নেন শ্রেয়াস আইয়ারও। এখন তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ড সিরিজে খেলতে দেখা গেছে। উল্লেখ্য, বিসিসিআই-এর কঠোরতার পর টিম ইন্ডিয়ার সিনিয়র খেলোয়াড়রা রঞ্জি ট্রফি খেলতে এসেছেন। ৩০ জানুয়ারি রঞ্জি টুর্নামেন্টে দিল্লির হয়ে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে।

POST A COMMENT
Advertisement