ঘোষিত হল ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল। রোহিত শর্মার অবসরের পর, ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন হলেন শুভমন গিল। ভারত ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। রোহিত শর্মা ও বিরাট কোহলি পরপর অবসর নেওয়ায় ভারতের টেস্ট দলের দায়িত্ব কে নেবেন তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। আর আজ সেই জল্পনার অবসান।
শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। ভারতীয় দলে জায়গা পেলেন করুন নায়ারও। পাশাপাশি জানিয়ে দেওয়া হল, ঋষভ পান্তকে দেওয়া হয়েছে সহ অধিনায়কের দায়িত্ব। দল নির্বাচনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভা শেষ হয়েছে। এই সভাটি বিসিসিআই সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছিল।
কেন বাদ পড়লেন শামি?
দীর্ঘদিন ধরেই মহম্মদ শামি ভারতীয় দলের অন্যতম সেরা পেস বোলার। তবে চোটের কারণে বারবার তাঁকে সমস্যায় পড়তে হয়েছে। এবার ইংল্যান্ড সফর থেকেও বাদ পড়তে হল তাঁকে। অজিত আগারকার বলেন, 'ডাক্তাররা আমাদের যা বলেছেন তার ভিত্তিতেই শামিকে এই সিরিজের জন্য বাদ দেওয়া হয়েছে। ও এখনও টেস্টের জন্য ফিট নয়। আমাদের পরিকল্পনা করতে হবে। দুর্ভাগ্যবশত সে ফিট নয়।'
আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা সাই সুদর্শন এবং ফাস্ট বোলার আর্শদীপ সিং প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন। দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করেছেন করুণ নায়ার। ফাস্ট বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরও টেস্ট দলে ফিরেছেন। শ্রেয়স আইয়ার এই দলে নেই, অন্যদিকে সরফরাজ খানকেও বাদ দেওয়া হয়েছে।
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি
১ম টেস্ট: ২০-২৪ জুন, ২০২৫ হেডিংলি, লিডস
২য় টেস্ট: ২-৬ জুলাই, ২০২৫ এজবাস্টন, বার্মিংহাম
৩য় টেস্ট: ১০-১৪ জুলাই, ২০২৫ লর্ডস, লন্ডন
৪র্থ টেস্ট: ২৩-২৭ জুলাই, ২০২৫ ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার
৫ম টেস্ট: ৩১ জুলাই-৪ আগস্ট, ২০২৫- দ্য ওভাল, লন্ডন
ইংল্যান্ড সফরের জন্য ভারতের ১৮-সদস্যের দল: শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), অভিমন্যু ঈশ্বরণ, রবিউর রহমান, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, করুণ নায়ার, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।