IPL 2024 Auction Updates: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024)-এর নিলাম নিয়ে ক্রিকেট ভক্তদের অপেক্ষার অবসান। রাত পোহালেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের নিলাম শুরু হবে। আইপিএল-এর ইতিহাসে এই প্রথম নিলামের আসর বসছে বিদেশে। এবছর নিলামের আসর বসছে দুবাইয়ে। নিলামে উঠেছেন ৩৩৩ জন প্লেয়ার।
দুপুর ১টা থেকে শুরু হবে নিলাম
এই ৩৩৩ জন খেলোয়াড়ের তালিকা ইতিমধ্যেই জারি করে দিয়েছে IPL গভর্নিং কাউন্সিল। এই মিনি অকশন ভারতীয় সময় দুপুর ১টায় শুরু হবে। ৩৩৩ জন প্লেয়ারের মধ্যে ২১৪ জন ভারতীয়। ১১৯ জন বিদেশি প্লেয়ার। ১১১ জন ক্যাপড ও ২১৫ জন আপক্যাপ্ড প্লেয়ার রয়েছেন।
Welcome to Dubai! 🌇
— IndianPremierLeague (@IPL) December 17, 2023
We are all set for the #IPLAuction 🔨
The 🏆 in all its glory ✨#IPL pic.twitter.com/BZ2JpT0awP
লিস্টে ২ কোটি বেস প্রাইসের ২৩ জন প্লেয়ার
নিলামের তালিকায় দুই সহযোগী দেশের প্লেয়ারদেরও রাখা হয়েছে। আইপিএল ২০২৪-এর ১০টি দলের কাছে মোট ৭৭ জন প্লেয়ারের জায়গা রয়েছে। অর্থাত্ ৩৩৩ জন প্লেয়ারের মধ্যে বিক্রি হবেন ৭৭ জনই। এর মধ্যে ২৩ জন প্লেয়ার রয়েছেন, যাঁদের বেস প্রাইস ২ কোটি টাকা। ১৩ জনের বেস প্রাইস ১.৫ কোটি। এছাড়া ১ কোটি, ৫০ লক্ষ, ৭৫ লক্ষ, ৪০ লক্ষ, ৩০ লক্ষ ও ২০ লক্ষ টাকার বেস প্রাইসের প্লেয়ারও রয়েছেন।
🚨 NEWS 🚨
— IndianPremierLeague (@IPL) December 11, 2023
IPL 2024 Player Auction list announced.
The roster for the Indian Premier League (IPL) 2024 Player Auction has been unveiled. The auction is set to take place in Dubai at the Coca-Cola Arena on December 19th, 2023.
𝗔𝗹𝗹 𝗧𝗵𝗲 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝘀 🔽… pic.twitter.com/w26igPZRBH
কোন দলের কাছে কত টাকা
সবচেয়ে বেশি টাকা রয়েছে গুজরাত টাইটান্সের কাছে। ৩৮.১৫ কোটি টাকা। অর্থাত্ নিলামে সবচেয়ে বেশি খরচ করতে পারবে গুজরাত টাইটান্স। ৮ জন প্লেয়ার কিনতে হবে গুজরাতকে। লখনউ সুপার জায়ান্টস-এর কাছে রয়েছে ১৩.১৫ কোটি টাকা। কেএল রাহুলের অধিনায়কত্বের এই দলকে ৬ জন প্লেয়ার কিনতে হবে। কলকাতা নাইট রাইডার্সের (KKR) কাছে রয়েছে ৩২.৭ কোটি টাকা। কিনতে হবে ১২ জন প্লেয়ারকে। চেন্নাই সুপারকিংসের (CSK) কাছে রয়েছে ৩১.৪ কোটি টাকা। কিনতে হবে ৬ জন প্লেয়ারকে। পঞ্জাব কিংসের (PBKS) কাছে রয়েছে ২৯.১ কোটি টাকা। কিনতে হবে ৮ জন প্লেয়ারকে। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে রয়েছে ১৭.৭৫ কোটি টাকা। কিনতে হবে ৮ জন প্লেয়ারকে। রাজস্থান রয়্যালসের কাছে রয়েছে ১৪.৫ কোটি টাকা। কিনতে হবে ৮ জন প্লেয়ারকে।