scorecardresearch
 

IPL 2024 Auction: ২০ কোটি টাকার পার এবারেই? IPL ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ারের রেকর্ড ভাঙার সম্ভাবনা

এখনও পর্যন্ত ৪ বার ১০টি ফ্র্যাঞ্চাইজি ১৫ কোটি টাকার বেশি দর হেঁকেছে। সম্প্রতি দেখা গিয়েছে, সবচেয়ে দামি প্লেয়ার হিসেবে ১৮.৫ কোটি টাকায় অলরাউন্ডার স্যাম কুরেনকে কিনেছিল পঞ্জাব কিংস। ২০২২ সালের আইপিএল-এর সবেচেয় দামি প্লেয়ার ছিলেন কুরেন। সেই টি২০ বিশ্বকাপে কুরেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন।

Advertisement
IPL 2024 Auction IPL 2024 Auction
হাইলাইটস
  • আইপিএল নিলামে সবচেয়ে দামি প্লেয়ার কে হতে পারেন?
  • এক্স ফ্যাক্ট হতে পারেন রচিন রবীন্দ্র
  • বড় চমক সম্ভবত অপেক্ষা করছে 

IPL 2024 Auction: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এর নিলামে (IPL Auction 2024) আজ অর্থাত্‍ মঙ্গলবার ৩৩৩ জন প্লেয়ারকে তালিকায় রাখা হয়েছে। এঁদের মধ্যে ২১৪ জন ভারতীয় ও ১১৯ জন বিদেশি এছাড়া ২ জন প্লেয়ার সহযোগী দেশের।

কুল ক্যাপড প্লেয়ারের সংখ্যা ১১৬ ও আন ক্যাপড প্লেয়ারের সংখ্যা ২১৫। আইপিএল-এর ১০টি টিম মোট ৭৭ জন প্লেয়ারকে আজ নিতে পারবে। আইপিএল-এই মিনি অকশন ভারতীয় সময় দুপুর ১টা শুরু হবে। এবারের নিলামে সবচেয়ে বড় প্রশ্ন, ২০ কোটি টাকার যে সর্বোচ্চ অঙ্ক এখনও পর্যন্ত আইপিএল ইতিহাসে রয়েছে, তা এবারের নিলামে পার করে যাবে?

এখনও পর্যন্ত ৪ বার ১০টি ফ্র্যাঞ্চাইজি ১৫ কোটি টাকার বেশি দর হেঁকেছে। সম্প্রতি দেখা গিয়েছে, সবচেয়ে দামি প্লেয়ার হিসেবে ১৮.৫ কোটি টাকায় অলরাউন্ডার স্যাম কুরেনকে কিনেছিল পঞ্জাব কিংস। ২০২২ সালের আইপিএল-এর সবেচেয় দামি প্লেয়ার ছিলেন কুরেন। সেই টি২০ বিশ্বকাপে কুরেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন

এবারের আইপিএল নিলামে প্রভাব পড়তে পারে একদিনের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর। রচিন রবীন্দ্র, ট্রাভিস হেড, মিচেল মার্শ সে ক্ষেত্রে এবারের নিলামে বড় অঙ্কে বিক্রি হতে পারেন বলে জল্পনা। 

আইপিএল নিলামে সবচেয়ে দামি প্লেয়ার কে হতে পারেন?

IPL 2024-এর নিলামে ২০ কোটি টাকা দর হাঁকার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে ক্রিকেট মহলের অনেকের ধারণা, সবচেয়ে দামি প্লেয়ার হিসেবে বিক্রি হতে পারেন মিচেল স্টার্ক। বাঁ হাতি ফাস্ট বোলার ও দুর্দান্ত ব্যাটার স্টার্ক। যে কোনও ভূমিকায় দল তাঁকে ব্যবহার করতে পারে। এছাড়া তিনটি বিশ্বকাপ জেতা দলের সদস্যও। মিচেলের বেস প্রাইস ২ কোটি টাকা।

নজরে থাকছে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও। কামিন্সেরও দরও অনেকটা উঠতে পারে নিলামে। ২০২৩ সালে কুরেন ছাড়াও বেন স্টোকস বিক্রি হয়েছিলেন ১৬.২৫ কোটি টাকা ও ক্যামেরুন গ্রিন বিক্রি হয়েছিলেন ১৭.৫০ কোটি টাকায়। 

Advertisement

২০২০ সালে কামিন্সকে কলকাতা নাইট রাইডার্স (KKR) কিনেছিল ১৫.৫০ কোটি টাকায়। ৩০ বছর বয়সী কামিন্সের আরও একটি প্লাস পয়েন্ট হল ২০২৩ সালে WTC ও একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েছিলেন দুর্দান্ত পারফর্ম্যান্সে। 

এক্স ফ্যাক্ট হতে পারেন রচিন রবীন্দ্র

বিশ্বকাপে নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলার রচিন রবীন্দ্রকে নিয়ে বড় বাজি রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। রবীন্দ্রর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।

বড় চমক সম্ভবত অপেক্ষা করছে 

হর্ষল প্যাটেল ও শার্দূল ঠাকুরের বেস প্রাইস ২ কোটি টাকা। এই দুই প্লেয়ারের জন্য বড় চমক অপেক্ষা করছে নিলামে। দুই ভারতীয়ই দুর্দান্ত অলরাউন্ডার। মিডল অর্ডার বা নীচের দিকে ব্যাটিং করে দলকে জেতানোর ক্ষমতা রাখেন দুজনেই।  

IPL Auction 2024 কোথায় দেখা যাবে?

আইপিএল নিলাম ২০২৪ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। তবে নিলাম প্রক্রিয়া স্ট্রিমিং হবে না স্টার স্পোর্টসে। অতএব মোবাইলে বা ল্যাপটপে দেখা যাবে না। ল্যাপটপ, মোবাইল বা ট্যাবে নিলাম দেখতে গেলে Jio Cinema-এ লাইভ স্ট্রিমিং দেখা যাবে।


Advertisement