Hardik Pandya: IPL-এ 'ঘরে' ফিরবেন হার্দিক পান্ডিয়া? মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের মধ্যে বড় চুক্তি!

আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৪-এর নিলাম হবে। নিলামের আগে বেশ কিছু বড় খবর বের হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুজরাট টাইটান্সের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া ফের মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসতে চলেছেন। হার্দিক ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্স থেকেই তাঁর আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন।

Advertisement
IPL-এ 'ঘরে' ফিরবেন হার্দিক পান্ডিয়া? মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের মধ্যে বড় চুক্তি!Hardik Pandya
হাইলাইটস
  • আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৪-এর নিলাম হবে।
  • নিলামের আগে বেশ কিছু বড় খবর বের হচ্ছে।
  • মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুজরাট টাইটান্সের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া ফের মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসতে চলেছেন।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৪-এর নিলাম হবে। নিলামের আগে বেশ কিছু বড় খবর বের হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুজরাট টাইটান্সের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া ফের মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসতে চলেছেন। হার্দিক ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্স থেকেই তাঁর আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন।

হার্দিকের জন্য কত টাকা খরচ করবে মুম্বই ইন্ডিয়ান্স?
ইএসপিএন ক্রিকইনফো অনুসারে, সম্পূর্ণ রূপে নগদে ট্রানস্ফার হবে। এর জন্য মুম্বই ইন্ডিয়ান্স দল এক সময়ের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে ১৫ কোটি টাকা দেবে। যদি চুক্তিটি সফল হয় তবে এটি সম্ভবত আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় প্লেয়ার ট্রেডিং হবে। তবে, উভয় ফ্র্যাঞ্চাইজিই এখনও এই বিষয়ে কোনও প্রকাশ্য বিবৃতি জারি করেনি।

আইপিএল ২০২৩-এর নিলামের পরে, মুম্বই ইন্ডিয়ান্সের কাছে মাত্র ০.০৫ কোটি টাকা অবশিষ্ট ছিল। আসন্ন নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজি অতিরিক্ত ৫ কোটি টাকা পাবে। এর মানে এই যে, মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে দলে অন্তর্ভুক্ত করতে কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে। খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের সময়সীমা ২৬ নভেম্বর বিকেল ৪টেয় শেষ হবে।

২০২২ সালে, তাঁর অধিনায়কত্বে, হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্সকে তাঁর অভিষেক মরসুমেই জয়ের শিরোপা এনে দিয়েছিলেন। এরপর রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফাইনালে হার্দিক পান্ডিয়া 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' নির্বাচিত হন। ২০২৩ সালে, গুজরাট টাইটানস দ্বিতীয়বারের মতো আইপিএল ফাইনালে উঠেছিল। সেখানে তারা চেন্নাই সুপার কিংসের (CSK) কাছে হেরে রানার্সআপ হয়েছিল। উল্লেখযোগ্য বিষয়টি হল, এই দুই মরসুমেই হার্দিকের নেতৃত্বে গুজরাট টাইটানস লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল।

গুজরাট টাইটান্সের হয়ে, হার্দিক পান্ডিয়া ৩০ ইনিংসে ৪১.৬৫ গড় রান করেছেন। ১৩৩.৪৯ স্ট্রাইক রেট সহ ৮৩৩ রান করেছেন। তিনি ৪.১ ইকোনমি রেটে ১১টি উইকেটও নিয়েছেন। হার্দিক পান্ডিয়া বর্তমানে ইনজুরির মধ্যে রয়েছেন। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে মাত্র চারটি ম্যাচ খেলতে পেরেছেন।

Advertisement

POST A COMMENT
Advertisement