IPL 2024 Auction Schedule: আজ অর্থাত্ ১৯ ডিসেম্বর IPL 2024-এর মিনি অকশন বা নিলামের আসর বসবে দুবাইয়ে। ভারতীয় সময় অনুসারে, দুপুর ১টা থেকে শুরু হবে নিলাম প্রক্রিয়া। নিলামে তালিকায় রয়েছে ৩৩৩ জন প্লেয়ার। এরই মধ্যে IPL 2024-এর সূচি পরিবর্তন নিয়ে বড় খবর আসছে। কারণ ২০২৪ সালে লোকসভা নির্বাচন।
কবে থেকে শুরু হতে পারে IPL 2024?
২০২৪ সালে লোকসভা নির্বাচনের জেরে আইপিএল ও লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট একই সময় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আইপিএল গভর্নিং কাউন্সিল এই রকম পরিস্থিতি চায় না। এতে ব্রডকাস্টারদের বড় লোকসান হতে পারে। একই সঙ্গে নিরাপত্তার ইস্যুটিও বিঘ্নিত হতে পারে।
𝗗𝗼 𝗡𝗼𝘁 𝗠𝗶𝘀𝘀 a single bid! 🔨
Catch all the LIVE Auction updates📱 https://t.co/zd7qBnF5SP#IPL | #IPLAuction pic.twitter.com/XbSuTxHqTDআরও পড়ুন
— IndianPremierLeague (@IPL) December 18, 2023
সূত্রের খবর, ২০২৪ সালের আইপিএল টুর্নামেন্ট শুরু হতে পারে ২২ মার্চ। মে মাসের প্রথম সপ্তাহে শেষ হয়ে যেতে পারে। ইএসপিএন ক্রিক ইনফো-র খবর অনুযায়ী, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই আইপিএল-এর সূচি নিয়ে আলোচনা করতে চাইছে IPL গভর্নিং কাউন্সিল। যার নির্যাস, লোকসভা ভোটের পরেই আইপিএল শুরু হবে।
IPL 2024 কি ভারতে হবে?
বিসিসিআই-এর একটি সূত্রের দাবি, দুটি সম্ভাবনার পথই খোলা থাকছে। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিসিসিআই চায়, আইপিএল টুর্নামেন্ট ভারতেই হোক।
লোকসভা ভোটের জন্য অতীত দুবার বিদেশে হয়েছে IPL
এর আগে লোকসভা ভোটের জন্য দুবার বিদেশে খেলা হয়েছে আইপিএল টুর্নামেন্ট। ২০০৯ সালের লোকসভা নির্বাচনের সময় IPL হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। সেটি ছিল দ্বিতীয় সিজন। পরে ২০১৪ লোকসভা নির্বাচনের সময় ভাগাভাগি করে আইপিএল হয়েছে। কিছু ম্যাচ ভারতে ও কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে।