scorecardresearch
 

IPL: ২৪ ও ২৫ নভেম্বর আইপিএল-এর নিলাম, কোথায় হবে? রয়েছে চমক

আইপিএল-এর নিলামের তারিখ ঘোষণা। আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএল ২০২৫-এর জন্য নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবে। জেড্ডার আবাদি আল জোহর অ্যারেনায় (যেটি বেঞ্চমার্ক এরিনা নামেও পরিচিত) নিলামের সূচি রাখা হয়েছে।

Advertisement
IPL IPL
হাইলাইটস
  • ২০২৫-এর আইপিএল নিলামের দিন ঘোষণা
  • সৌদি আরবে হবে নিলাম

আইপিএল-এর নিলামের তারিখ ঘোষণা। আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএল ২০২৫-এর জন্য নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবে। জেড্ডার আবাদি আল জোহর অ্যারেনায় (যেটি বেঞ্চমার্ক এরিনা নামেও পরিচিত) নিলামের সূচি রাখা হয়েছে। এখান থেকে ১০ মিনিটের দূরত্বে অবস্থিত হোটেল শাংরি-লা-তে খেলোয়াড় ও অন্যদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অপারেশন দল ভিসা এবং লজিস্টিক প্রয়োজনীয়তার জন্য সমস্ত খেলোয়াড় এবং অন্য কর্মীদের সঙ্গে যোগাযোগ করবে।

আগেই ১০ টি ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছিল। এরপর নিলামের তারিখ ঘোষণার অপেক্ষায় ছিল সবাই। এখন তারিখ ঘোষণার পর, কোন ফ্র্যাঞ্চাইজি কোন খেলোয়াড়ের জন্য কতটা বিড করে সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। 

আইপিএল নিলামের ভেন্যু নিয়েও রয়েছে চমক। কারণ, যদিও আগে শোনা গিয়েছিল,  সৌদি আরবের রাজধানী রিয়াদে রাখা হবে নিলামের সূচি। তবে এখন শোনা যাচ্ছে নিলাম হবে জেড্ডায়। 

এবারের এই মেগা নিলামে ১০ টি ফ্র্যাঞ্চাইজি ৬৪১.৫ কোটি টাকা খরচ করতে পারবে। ভারতের হাই প্রোফাইল তারকা যেমন ঋষভ পন্ত, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার এবং আরশদীপ সিং অংশ নিতে চলেছেন। ১০ ফ্র্যাঞ্চাইজির ২০৪ স্লটের জন্য মোট ৬৪১.৫ কোটি টাকা খরচ হবে। এই স্লটের মধ্যে ৭০টি বিদেশি খেলোয়াড়দের জন্য নির্ধারিত। এখন পর্যন্ত, ১০টি ফ্র্যাঞ্চাইজি ৪৬ খেলোয়াড়কে ধরে রেখেছে, যার মোট খরচ ৫৫৮.৫ কোটি টাকা।

এবারের নিলামে কোন দল কত কোটি টাকা খরচ করতে পারবে? পঞ্জাবের হাতে রয়েছে ১১০.৫ কোটি টাকা। কলকাতার হাতে ৫১ কোটি। রাজস্থানের হাতে ৪১ কোটি। চেন্নাইয়ের হাতে আছে ৫৫ কোটি। মুম্বইয়ের হাতে ৪৫ কোটি। হায়দরাবাদের হাতে ৪৫ কোটি, গুজরাতের হাতে ৬৯ কোটি, লখনউয়ের হাতে ৭৩ কোটি এবং ব্যাঙ্গালোরের হাতে রয়েছে ৮৩ কোটি টাকা। 

Advertisement

Advertisement