ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)-এ, চেন্নাই সুপার কিংস (CSK) তাদের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালস (DC) এর বিরুদ্ধে খেলবে। ম্যাচটি ৫ এপ্রিল (শনিবার) ভারতীয় সময় বিকাল ৩.৩০ মিনিটে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের আগে একটি বড় খবর সামনে এসেছে।
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় আহত এবং দিল্লির বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত। যদি রুতুরাজ গায়কওয়াড সময়মতো সুস্থ না হন, তাহলে এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব নিতে পারেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে ম্যাচে, ফাস্ট বোলার তুষার দেশপাণ্ডের একটিবল রুতুরাজ গায়কওয়াডের কনুইয়ে লাগে।
সিএসকে ব্যাটিং কোচ মাইকেল হাসি বলেন, 'তার কনুইতে এখনও কিছুটা ব্যথা আছে, তবে প্রতিদিনই তা উন্নতি হচ্ছে। অতএব, আমরা আশাবাদী যে সে এই ম্যাচের জন্য ফিট হয়ে যাবে। আমার মনে হয় না আমরা আসলে অধিনায়কত্ব নিয়ে খুব বেশি ভাবি। আমিও এটা নিয়ে খুব বেশি ভাবিনি।'
হাসি বলেন, 'আমি নিশ্চিত স্টিফেন ফ্লেমিং এবং রুতু এটা নিয়ে ভেবেছিলেন। কিন্তু আমাদের কিছু তরুণ খেলোয়াড়ও আছে। ধোনি উইকেটের পেছনে। তার অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে, তাই হয়তো সে এটা করতে পারবে। কিন্তু সত্যি বলতে, আমি এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নই।'
মহেন্দ্র সিং ধোনি শেষবার ২০২৩ সালের আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিয়েছিলেন। ধোনি তাঁর অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংসকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। ২০২৪ মরসুমে, চেন্নাই সুপার কিংস রুতুরাজ গায়কোয়াডকে অধিনায়ক করে। রুতুরাজের নেতৃত্বে চেন্নাই সুপার কিংস গত আইপিএল মরশুমে পঞ্চম স্থান অর্জন করে ছিল।
চেন্নাই সুপার কিংস স্কোয়াড: রচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, ঋতুরাজ গায়কও য়াড় (অধিনায়ক), শিবম দুবে, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক), জেমি ওভারটন, রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, মাথিশা পাথিরানা, খলিল আহমেদ, মুকেশ চৌধুরী, কামরান শেখ, কামরান শেখ, দেব চৌধুরী, রবিন্দ্র জাদেজা।
নগরকোটি, শ্রেয়স গোপাল, আনশুল কাম্বোজ, নাথান এ লিস, গুরজাপনীত সিং, রামকৃষ্ণ ঘোষ, আন্দ্রে সিদ্ধার্থ সি, বংশ বেদী, দীপক হুড়া।