CSK vs MI Match Highlights, IPL 2025: রুতুরাজ-রাচিনের হাফ সেঞ্চুরি, নূরের ঘূর্ণিতে হার MI-এর, গোল্ডেন ডাক রোহিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) ২০২৫ দারুণভাবে শুরু করল চেন্নাই সুপার কিংস (CSK)। মুম্বই ইন্ডিয়ান্স (MI) কে চার উইকেটে হারিয়ে জয় পেলে মহেন্দ্র সিং ধোনিরা। শুরুটা ভাল হল না সূর্যকুমার যাদবদের। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করার পর, মুম্বাই দল ১৫৬ রানের লক্ষ্য দেয়। জবাবে, চেন্নাই দল ৬ উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয়। 

Advertisement
রুতুরাজ-রাচিনের হাফ সেঞ্চুরি, নূরের ঘূর্ণিতে হার MI-এর, গোল্ডেন ডাক রোহিতরুতুরাজ, রোহিত, রাচিন ও নূর
হাইলাইটস
  • ৪ উইকেটে জিতল চেন্নাই
  • নূর আহমেদের চার উইকেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) ২০২৫ দারুণভাবে শুরু করল চেন্নাই সুপার কিংস (CSK)। মুম্বই ইন্ডিয়ান্স (MI) কে চার উইকেটে হারিয়ে জয় পেলে মহেন্দ্র সিং ধোনিরা। শুরুটা ভাল হল না সূর্যকুমার যাদবদের। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করার পর, মুম্বাই দল ১৫৬ রানের লক্ষ্য দেয়। জবাবে, চেন্নাই দল ৬ উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয়। 

চেন্নাই দলের হয়ে ঋতুরাজ গায়কোয়াড় এবং রচিন রবীন্দ্র দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন। রাচিন রবীন্দ্র ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অন্যদিকে গায়কোয়াড় ২৬ বলে ৫৩ রানের অধিনায়কের মতো ইনিংস খেলেন। ধোনি অবশেষে ক্রিজে এসেছিলেন বটে তবে রান পাননি। ফিটনেস যে সমস্যা নয় তা বোঝা গিয়েছে ধোনির স্ট্যাম্পিং দেখে। আজও সমান ক্ষিপ্র মাহি। 

ব্যর্থ হয়েছেন রোহিত শর্মাও। গোল্ডেন ডাকে ফিরতে হয় তাঁকে। । এরপর মুম্বই পুনরুদ্ধারের চেষ্টা করে কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে এবং রানের গতি ব্যহত হয়। ৯ উইকেট হারিয়ে মুম্বই ১৫৫ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন তিলক ভার্মা। এই ম্যাচে মুম্বই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ২৯ রান করে আউট হয়ে যান। শেষ পর্যন্ত, দীপক চাহার ১৫ বলে ২৮ রান করেন। এ ছাড়া আর কোনও ব্যাটসম্যান ২০ ও করতে পারেননি। চেন্নাইয়ের হয়ে রিস্ট স্পিনার নূর আহমেদ ৪ উইকেট নেন। খলিল আহমেদ ৩টি উইকেট নেন। অন্যদিকে নাথান এলিস এবং অশ্বিন ১টি করে উইকেট নেন।

মুম্বই ইন্ডিয়ান্স (খেলোয়াড় একাদশ): রোহিত শর্মা, রায়ান রিকেল টন (উইকেটরক্ষক), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ডার্মা, নমন ধীর, রবিন মিঞ্জ, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট এবং সত্যনারায়ণ রাজু।

চেন্নাই সুপার কিংস (খেলোয়াড় একাদশ): ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রচিন রবীন্দ্র, দীপক হুদা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, নাথান এলিস এবং খলিল আহমেদ।

Advertisement

POST A COMMENT
Advertisement