IPL 2025 CSK vs MI: দলে নেই বুমরা-হার্দিক, ধোনিদের বিরুদ্ধে কেমন হবে মুম্বইয়ের দল?

রবিবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (Chennai Super Kings vs Mumbai Indians)। এই ম্যাচে দুই তারকাকে পাচ্ছে না মুম্বই (Mumbai Indians)। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) পাচ্ছে না তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে আহত হন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তিনি। 

Advertisement
দলে নেই বুমরা-হার্দিক, ধোনিদের বিরুদ্ধে কেমন হবে মুম্বইয়ের দল?এমএস ধোনি এবং রোহিত শর্মা সিএসকে বনাম এমআই আইপিএল ২০২৪

রবিবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (Chennai Super Kings vs Mumbai Indians)। এই ম্যাচে দুই তারকাকে পাচ্ছে না মুম্বই (Mumbai Indians)। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) পাচ্ছে না তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে আহত হন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তিনি। 

এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭:৩০ মিনিটে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাইয়ের অধিনায়কত্ব নেবেন রুতুরাজ গায়কওয়াড়। অন্যদিকে, হার্দিক পান্ডিয়া নিষেধাজ্ঞার কারণে, মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব সূর্যকুমার যাদবের হাতে থাকবে। গত আইপিএল মরসুমে তৃতীয়বারের মতো স্লো ওভার রেটের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এই নিষেধাজ্ঞার কারণে, হার্দিক, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০২৫ পর্বের প্রথম ম্যাচ খেলতে পারবেন না।

 অষ্টাদশী আইপিএলে মাহি শিবিরে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। অন্য দিকে, রোহিতকে সরিয়ে গত মরশুমেই হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে, চেন্নাই বনাম মুম্বইের প্রথম ম্যাচে খেলতে পারবেন না হার্দিক, পরিবর্তে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। মুম্বইের মিডল অর্ডারকে অস্বস্তিতে ফেলতে প্রস্তুত জাডেজা-অশ্বিন জুটি।

জাডেজার বাঁহাতি স্পিনে হোঁচট খেলেও অশ্বিনের বিরুদ্ধে সূর্য আজ সন্ধ্য়েয় অস্ত যেতে নারাজ। আবার ক্যাপ্টেন গায়কোয়াড়কে চাপে রাখতে পারে বাঁহাতি পেস বোলার ট্রেন্ট বোল্ট। চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের (CSK vs MI)মধ্যে এখন পর্যন্ত মোট ৩৭টি ম্যাচ খেলা হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স ২০টি ম্যাচে জয়ী হয়ে হেড-টু-হেডে এগিয়ে রয়েছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস জিতেছে ১৭টি ম্যাচে, তবে হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহর অনুপস্থিতি তাদের শক্তিকে কিছুটা কমিয়ে দিয়েছে। 

দুপক্ষের সম্ভাব্য় এগারো - 
চেন্নাই সুপার কিংস — ১) রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ২) ডেভন কনওয়ে, ৩) রাচিন রবীন্দ্র, ৪) রাহুল ত্রিপাঠি, ৫) শিবম দুবে, ৬) রবীন্দ্র জাডেজা, ৭) মহেন্দ্র সিংহ ধোনি, ৮) স্যাম কারেন, ৯) রবিচন্দ্রন অশ্বিন, ১০) মাথিশা পাথিরানা, ১১) খলিল আহমেদ, ১২) শ্রেয়স গোপাল (ইমপ্যাক্ট প্লেয়ার)

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্স — ১) রোহিত শর্মা, ২) রায়ান রিকেলটন, ৩) তিলক বর্মা, ৪) সূর্যকুমার যাদব (অধিনায়ক), ৫) উইল জ্যাকস, ৬) নমন ধীর
৭) রাজ অঙ্গদ বাওয়া, ৮) মিচেল স্যান্টনার, ৯) কর্ণ শর্মা, ১০) দীপক চাহার, ১১) ট্রেন্ট বোল্ট, ১২) রবিন মিঞ্জ (ইমপ্যাক্ট প্লেয়ার)

POST A COMMENT
Advertisement