IPL 2025 Fixing: আম্পায়ারকে ঘুষ? IPL-এ গড়াপেটা? চাঞ্চল্যকর VIDEO ঘিরে শোরগোল

আইপিএল-এ (IPL 2025) ফের বেটিং-এর অভিযোগ। মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Mumbai Indians vs Sunrisers Hyderabad) ম্যাচে ঈশান কিশনের (Ishan Kishan) আউট হওয়া নিয়ে বিতর্ক কম হয়নি। আর এবার সেই ঘটনাকে হাতিয়ার করেই গড়াপেটার অভিযোগ সামনে আনলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জুনেদ খান। ঈশানের আউট হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অভিযোগ সামনে আনেন তিনি।

Advertisement
আম্পায়ারকে ঘুষ? IPL-এ গড়াপেটা? চাঞ্চল্যকর VIDEO ঘিরে শোরগোল
হাইলাইটস
  • আইপিএল-এ ফের গড়াপেটা
  • পাক ক্রিকেটারের অভিযোগ

আইপিএল-এ (IPL 2025) ফের বেটিং-এর অভিযোগ। মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Mumbai Indians vs Sunrisers Hyderabad) ম্যাচে ঈশান কিশনের (Ishan Kishan) আউট হওয়া নিয়ে বিতর্ক কম হয়নি। আর এবার সেই ঘটনাকে হাতিয়ার করেই গড়াপেটার অভিযোগ সামনে আনলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জুনেদ খান। ঈশানের আউট হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অভিযোগ সামনে আনেন তিনি।

কী ঘটেছিল?
সেই ম্যাচে দীপক চহরের লেগ স্টাম্পে করা বলে ফ্লিক করতে গিয়েছিলেন ঈশান। বল তাঁর গ্লাভসের খুব কাছ দিয়ে গিয়ে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে জমা পড়ে। বোলার বা উইকেটরক্ষক কেউই খুব জোরে আউটের আবেদন করেননি। তবে সে সব না দেখেই ঈশান সাজঘরের দিকে হাঁটা দেন। ঈশানের কাণ্ড দেখে অবাক হয়ে যান আম্পায়ারও। তিনি হাত তুললেও আউট বোঝানোর জন্য তর্জনী তোলেননি। আঙুল তুলবেন কি না সেটা নিয়েও দ্বিধাগ্রস্ত দেখায় তাঁকে। শেষ পর্যন্ত আঙুল তুলে দেন। চহর তখন নিজের বোলিং রান-আপের দিকে ফিরে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখেন আম্পায়ার আঙুল তুলেছেন। তার পরেই মুম্বই উচ্ছ্বাস করতে শুরু করে। ঈশান ফেরার সময় তাঁর মাথায় আদরসুলভ চাপড় দেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পরে রিপ্লে-তে দেখা যায়, ঈশানের ব্যাট বা গ্লাভস কোথাও বল লাগেনি।
 
ঈশানের এই কাণ্ড দেখেই জুনেদের দাবি, তা হলে 'কিছু তো গন্ডগোল আছে।' এই প্রথম নয়, এ বারের আইপিএলে আগেও গড়াপেটার অভিযোগ উঠেছে। 

রাজস্থানের বিরুদ্ধে অভিযোগ
রাজস্থান ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। লখনউয়ের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে ২ রানে হেরেছে রাজস্থান। শেষ ওভারে ৯ রান করতে পারেনি তারা। জয়দীপ বলেন, '৬ বলে ৯ রান করতে পারেনি রাজস্থান। এমন নয় যে সব উইকেট পড়ে গিয়েছিল। দলের সেরা ব্যাটারেরা তখন খেলছিল। ওই জায়গা থেকে কী ভাবে একটা দল হারতে পারে? একটা বাচ্চাও বুঝতে পারবে যে ম্যাচ গড়াপেটা করা হয়েছে।'

Advertisement

POST A COMMENT
Advertisement