শনিবার ঘরের মাঠে কেকেআর (Kolkata Knight Riders) মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস (Punjab Kings)। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচে বাতিল হয়ে যায়। আর সেই কারণে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে নেমে ২০১ রান করে। কলকাতা এক ওভারে ৭ রান করে। এরপর শুরু হয়ে যায় অঝোর বৃষ্টি। টানা বৃষ্টিপাতের কারণে এই ম্য়াচটা শেষপর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর সেইসঙ্গে দুটো দলকেই ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কারণে কেকেআর সমর্থকরা হতাশায় ভেঙে পড়েছেন।
কালবৈশাখীর দাপটে মাত্র ১ পয়েন্ট পেল দুই দল
কলকাতা নাইট রাইডার্সকে জয়ের জন্য ২০২ রান করতে হল। তবে কেকেআর ব্রিগেড এই ম্য়াচে মাত্র এক ওভারই ব্যাট করার সুযোগ পায়। তারপর শুরু হয়ে যায় ঝড়। দেখতে না দেখতেই ঝড়ের পিছু-পিছু আসে বৃষ্টিও (Rain In Kolkata)। গোটা মাঠ ঢাকতে বেশ সমস্যার মুখে পড়তে হয়। অত্যাধিক হাওয়ার গতিবেগে বেশ কয়েকটা জায়গায় ফেটে গিয়েছে কভারও। যখন ম্য়াচ থামানো হয়েছিল, সেইসময় কলকাতা বিনা উইকেটে এক ওভারে ৭ রান করে। সুনীল নারিন ৪ রানে এবং রহমানউল্লাহ গুরবাজ ১ রানে ব্যাট করছিলেন।
কীভাবে প্লে-অফের যোগ্যতা অর্জন করবে কেকেআর?
এই পরিস্থিতিতে ২০২৫ আইপিএল টুর্নামেন্টে প্লে-অফের (IPL 2025 Playoff Scenario) রাস্তাটা কলকাতা নাইট রাইডার্সের সামনে যে বেশ কঠিন হয়ে গেল, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। অজিঙ্কা রাহানের নেতৃত্বে এই দলটা ৯ ম্য়াচে মাত্র ৭ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। তিনটে ম্য়াচ জিততে পেরেছে। আর একটি ম্য়াচ অমীমাংসিত হয়ে গিয়েছে। বাকি ৫ ম্যাচে হার স্বীকার করেছে কেকেআর।
যদি কেকেআর পরবর্তী প্রত্যেকটা ম্য়াচে জয়লাভ করে, তাহলে তারা মোট ১৭ পয়েন্টে পৌঁছবে। সেক্ষেত্রে কেকেআর চোখ বন্ধ করে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে। কিন্তু, যদি তারা একটাও ম্য়াচ হেরে যায়, সেক্ষেত্রে ১৫ পয়েন্টে তারা দাঁড়াবে। এই পরিস্থিতিতে বাকি দলগুলোর ফলাফলের উপর তাদের নির্ভর করতে হবে। আর যদি পরবর্তী ২ ম্যাচে তারা হেরে যায়, তাহলে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।
কলকাতার ইনিংস শুরু হতে না হতেই ঝড় শুরু হয়ে যায়। এরপর শুরু হয় বৃষ্টি। আর সেকারণে রাত ৯টা বেজে ৩৫ মিনিটে খেলা কার্যত বাধ্য হয়েই থামাতে হয়। বৃষ্টির কারণে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট এই ম্য়াচ স্থগিত রাখা হয়। এরপর শোনা যায় যে কমপক্ষে ৫ ওভার খেলা হবে। আর সেটা রাত ১১টা বেজে ৪৪ মিনিটে শুরু হবে। কিন্তু, বৃষ্টি থামার কোনও লক্ষণ দেখতে না পেয়ে শেষপর্যন্ত রাত ১১টা নাগাদ ম্য়াচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেকারণেই দুটো দলকে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।