IPL 2025 KKR vs CSK: ৫৯ বল বাকি থাকতেই আট উইকেটে জয়, ধোনির চেন্নাইকে গুঁড়িয়ে দিল কলকাতা

আইপিএল ২০২৫-এর ২৫তম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে টস হবে সন্ধ্যা ৭টায়। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংস সবসময়ই প্রাধান্য পেয়েছে। আইপিএলে এখন পর্যন্ত দুই দলের মধ্যে মোট ৩০টি ম্যাচ খেলা হয়েছে।

Advertisement
৫৯ বল বাকি থাকতেই আট উইকেটে জয়, ধোনির চেন্নাইকে গুঁড়িয়ে দিল কলকাতাকেকেআর দল

আইপিএল ২০২৫-এর ২৫তম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংস সবসময়ই বড় দল। আইপিএলে এখন পর্যন্ত দুই দলের মধ্যে মোট ৩০টি ম্যাচ খেলা হয়েছে।

 

বড় জয় পেল কেকেআর

প্রায় অর্ধেক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল কলকাতা। সুনীল নারিন ৪৪ রানের দারুণ ইনিংস খেলেন। ২৩ রান করেন ডি কক। ২০ রান করে অপরাজিত থাকেন অজিঙ্কা রাহানে। রিঙ্কু করেন ১৫ রান। 

 

বিরাট সমস্যায় চেন্নাই

শুরু থেকেই নাইট রাইডার্সের স্পিন মোকাবিলা করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। একের পর এক ইয়ুকেট হারাতে থাকে ইয়েলো আর্মি। মহেন্দ্র  সিং ধোনিও ব্যর্থ হলেন। দলের হয়ে সবচেয়ে বেশি তান বিজয় শঙ্করের। ২১ বলে ২৯ রান করে আউট হন তিনি। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন দুই অলরাউন্ডারই ০ রানে আউট হন। ধোনি আউট হন ১ রান করে। KKR-এর সামনে মাত্র ১০৪ রানের লক্ষ্য দিল CSK।    

চেন্নাই সুপার কিংস (প্লেয়িং ইলেভেন)- রচিন রবীন্দ্র, ডেন্ডন কনওয়ে, রহল ত্রিপাঠি, বিজয় শঙ্কর, শিবম দবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, আনল কাম্বোজ, খলিল আহমেদ।

কলকাতা নাইট রাইডার্স (প্লেয়িং ইলেভেন)- সুনীল নারিন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে (সি), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, বৈভব অরোরা, মইন আলি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

দুই বদল চেন্নাই দলে

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি টসে বক্তব্য রাখার সময় বলেছিলেন যে আমরা প্রথমে ব্যাট করতাম। এই ম্যাচে আমাদের ব্যাট হাতে ভালো শুরু করতে হবে। গায়কোয়াড়ের কনুইয়ের হাড় ভেঙে গেছে এবং দল তার অভাব অনুভব করবে। আমরা অনেক ম্যাচ হেরেছি কিন্তু এখন আমাদের জয়ের গতি দরকার। সবার উপর চাপ থাকবে কিন্তু আমাদের প্রতিটি বিভাগে ভালো করে এগিয়ে যেতে হবে। আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলতে হবে। দুটি পরিবর্তন ঘটেছে। দলে এসেছেন রাহুল ত্রিপাঠি ও আনশুল কাম্বোজ।

Advertisement

 

দলে মইন

স্পেন্সারের জায়গায় দলে এলেন মইন আলি। টস জিতে বক্তব্য রাখতে আসা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, আমরা প্রথমে বোলিং করতে চাই। রাহানে আরও বলেন, আমাদের ব্যাটিংয়ে অনেক গভীরতা রয়েছে এবং পিচ শুরুতে ফাস্ট বোলারদেরও সাহায্য করবে। তাই এই সমস্ত বিষয় মাথায় রেখে আমরা তাড়া করার সিদ্ধান্ত নিয়েছি। যাওয়ার সময় তিনি বললেন যে আমরা আমাদের দলে একটি পরিবর্তন এনেছি।

 

 

 

POST A COMMENT
Advertisement