চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবারের আইপিএল-এ (IPL 2025) একেবারেই ভাল ছন্দে নেই। তবে চিপকে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে CSK ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার। ৫ খেলে মাত্র ১টিতে জিতেছে সিএসকে। কেকেআর (Kolkata Knight Riders) জিতেছে পাঁচটির মধ্যে দুটিতে। ফলে লড়াইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া গতি নেই উভয় দলের।
গত ম্যাচে কী হয়েছিল?
সিএসকে এবার চেনা ছন্দে নেই। অন্যদিকে ধারাবাহিকতার অভাবে ভুগছে কেকেআর। টানা ম্যাচ জিততে পারছে না নাইট শিবির। শেষ ম্যাচে লখনউয়ের (Lucknow Super Giants) বিরুদ্ধে ২৩৮ রান তাড়া করে মাত্র ৪ রানের হারার আক্ষেপ রয়েছে গোটা দলের। তবে চেন্নাই সুপার কিংসের ঘরে ঢুকে তাদের হারানোটা কতটা কঠিন তা সকলের জানা। তার উপর আবার কেকেআর ম্যাচ থেকেই অধিনায়ক (CSK Captain) হিসেবে ফের সিএসকেতে দেখা যাবে এমএস ধোনিকে। ফলে চ্যালেঞ্জ অনেকটাই বাড়বে নাইটদের।
নাইটদের দলে বড় বদল
চিপকের পিচে ব্যাটারদের পাশাপাশি স্পিনাররাও সাহায্য পেয়ে থাকে। ফলে কেকেআরের একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। দলে দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একটি স্পেনসর জনসনের (Spencer Johnson) বদলে ফিরতে পারেন মইন আলি (Moen Ali)। তাতে ব্যাটিং ও স্পিন বোলিং দুটি অপশনই বাড়বে।
অপরদিকে, আন্দ্রে রাসেলের (Andre Russell) ব্যাট হাতে টানা ব্যর্থতা চিন্তায় রেখেছে কেকেআরকে। শেষ ম্যাচেও রাসেল কিছুটা রান পেলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। ফলে রাসেলের বদলে রভম্যান পাওয়েলকে (Rovman Powell) খেলিয়ে দেখতে পারে কেকেআর।
এক ঝলকে দেখে নিন সিএসকের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: কুইন্টন ডিকক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কে রাহানে (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেনসর জনসম / মইন আলি, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। ইমপ্যাক্ট প্লেয়াক: বৈভব অরোরা।