প্লে অফে যাওয়ার সুযোগ অনেকটাই কমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। এর মধ্যেই আজ দিল্লি ক্যাপটালসের বিরুদ্ধে নামছে কেকেআর। আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের ফর্ম একেবারেই নেই। এবার এই ম্যাচ থেকে কলকাতা পয়েন্ট পায় কিনা সেটাই দেখার।
কেকেআরের অ্যাকাউন্টে এখন পর্যন্ত মাত্র ৭ পয়েন্ট রয়েছে। যা পরিস্থিতি তাতে এই ম্যাচ জিতলেও সাত নম্বর থেকে উপরে উঠতে পারবে না কলকাতা। শেষ তিন ম্যাচে তারা দুবার পরাজিত হয়েছে এবং একবার ফল আসেনি। এমন পরিস্থিতিতে, রাহানের দলকে তাদের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে যেকোনো মূল্যে জিততে হবে। মিডল অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং এবং রমনদীপ সিং বড় ইনিংস খেলতে পারছেন না।
দিল্লির ইনিংস
২০৫ রানের জবাবে দিল্লির শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারের দ্বিতীয় বলে অনুকুল রায়ের বলে অভিষেক পোরেল আউট হন। এর পর, ৫ম ওভারে করুণ নায়ারও তার উইকেট হারান। করুণের ব্যাট থেকে ১৫ রান আসে। তাকে তার শিকারে পরিণত করেন বৈভব অরোরা। এর পর, কেএল রাহুলের কাছ থেকে বড় ইনিংস আশা করা হচ্ছিল। কিন্তু ৭ম ওভারে কেএল রাহুল রান আউট হন। রাহুলের ব্যাট থেকে মাত্র ৭ রান আসে। তবে এর পরে অধিনায়ক অক্ষর প্যাটেল এবং ফাফ ডু প্লেসিসের মধ্যে ভালো জুটি তৈরি হয়। ফাফ আউট হতেই আশা শেষ হয়।
KKR-এর ইনিংস
প্রথমে ব্যাট করতে আসা কলকাতা নাইট রাইডার্সের শুরুটা ছিল দুর্দান্ত। গুরবাজ এবং সুনীল নারিন দুর্দান্ত শুরু করেন। কিন্তু তৃতীয় ওভারে ৪৮ রানের স্কোরেই গুরবাজের উইকেট পড়ে যায়। এর পর রাহানে দায়িত্ব নেন। ৮৫ রানের মাথায় কলকাতা দ্বিতীয় ধাক্কা খায় যখন ২৭ রান করে নারিন আউট হন। এরপর, অষ্টম ওভারে অধিনায়ক রাহানের উইকেটের পতন ঘটে। রাহানে ২৬ রান করেন। এরপর ১১তম ওভারে ভেঙ্কটেশ আইয়ার আউট হন। আইয়ার আবারও ব্যর্থ হন এবং মাত্র ৭ রান করে আউট হন। কিন্তু ১৭তম ওভারে ৪৪ রান করে আংক্রিশ রঘুবংশী আউট হলে ৬১ রানের জুটি ভেঙে যায়। এর পরের ওভারেই ৩৬ রান করে আউট হন রিঙ্কু সিংও। এরপর রাসেল একটি ছোট ঝড়ো ইনিংস খেলেন, যার ভিত্তিতে কেকেআর দিল্লিকে ২০৫ রানের লক্ষ্য দেয়।
কলকাতা নাইট রাইডার্স (প্লেয়িং ইলেভেন): আর হামানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, হর্ষিত রানা, অনুকুল রায়, বরুণ চক্রবর্তী।
দিল্লি ক্যাপিটালস (প্লেয়িং ইলেভেন): ফাফ ডু প্লেসিস, অভিষেক পোরেল (উইকেটরক্ষক), করুণ নায়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ত্রিস্তান স্টাবস, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, দুষ্মন্ত চামেরা, মুকেশ কুমার।