৬ এপ্রিল রামনবমীর দিন কলকাতায় কেকেআর বনাম লখনউ সুপার জায়েন্ট ম্যাচ ঘিরে অনিশ্চয়তা। এর মাঝেই বিস্ফোরক বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। সাধারণ ক্রিকেটপ্রেমীরা হতাশ হলেও কলকাতা থেকে ম্যাচ সরে গেলে তিনি খুশিই হবেন জানিয়ে দিলেন দিন্দা। তাঁর এই বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন কেকেআর-এর প্রাক্তন পেসার।
কেন কলকাতা থেকে ম্যাচ সরলে খুশি হবেন দিন্দা?
বিজেপির রায়নার বিধায়কের দাবি, রাম নবমীর দিন মিছিলে অংশ নেবেন প্রচুর মানুষ। সেই কারণে ইডেনে ম্যাচ দেখতে লোক হবে না। আর সেই কারণেই ইডেন গার্ডেন্স থেকে কেকেআর-এর ম্যাচ সরে যাওয়ায় তিনি খুশি বলে জানিয়েছেন দিন্দা। বলেন, 'বিসিসিআই ঠিক সিদ্ধান্তই নিয়েছে। কারণ, পশ্চিমবঙ্গে হাজার হাজার মানুষ রাম নবমীর মিছিলে যোগ দেবেন।'
শাহরুখ খানকেও আক্রমণ দিন্দার
ইডেন থেকে কেকেআর-এলএসজি ম্যাচ সরতেই শাহরুখ খানকে (Shah Rukh Khan) আক্রমণ করেছেন অশোক দিন্দা (Ashok Dinda)। তিনি কেকেআর কর্ণধারকে তোপ দেগে বলেছেন, ‘নিরাপত্তার ব্যবস্থা করা যাবে কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু একইসঙ্গে বুঝতে হবে, রাম নবমী বিরাট উৎসব। রাম নবমীতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উৎসবে যোগ দেবেন। তাহলে কারা ম্যাচ দেখতে আসবেন? কারা টিকিট কাটবেন? এটা ধরে নেওয়া হচ্ছে যে রাম নবমীর দিন মানুষের পক্ষে যাতায়াত করা কঠিন। কারণ, রাস্তায় যানজট থাকবে, মিছিল হবে, এই মিছিলে প্রচুর মানুষ যোগ দেবেন। ফলে কেকেআর-এর ক্ষতি হবে। শাহরুখ খান ক্ষতি হওয়ার কথা ভেবে এখানে আসেন না। তিনি মুনাফার জন্যই আসেন। যদি সেটা না হত, তাহলে বাংলার আরও অনেক খেলোয়াড় কেকেআর-এর হয়ে খেলার সুযোগ পেতেন।’
কলকাতা পুলিশ আগেই জানিয়েছিল, রাম নবমীর দিন আইপিএল ম্যাচের জন্য নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। ফলে এই গুরুত্বপূর্ণ ম্যাচ যে নির্দিষ্ট সূচি অনুযায়ী ইডেনে হবে না, সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।