এবারের আইপিএল-এ বারবার আলোচনার কেন্দ্রে দিগ্বেশ সিং-এর নোটবুক সেলিব্রেশন। পরপর দুইবার শাস্তি পেতে হলেও তিনি যে দমে যাওয়ার পাত্র নন তা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। ইডেন গার্ডেন্সে তাঁর আদর্শ সুনীল নারিনকে আউট করে ফের সেই সেলিব্রেশনই দেখা গেল। তবে এবার বোর্ডের নির্বাসনের খাঁড়া ঝুলতে থাকায় তার ধরন কিছুটা বদলে গেল।
প্রথমবার উইকেট পেয়ে ব্যাটারের মুখের সামনে নোটবুক সেলিব্রেশন করে কাটা গিয়েছিল ম্যাচ ফি-র ২৫ শতাংশ। তাতেও দমেননি তিনি। ফের পরের ম্যাচে একই কাজ করে ৫০ শতাংশ জরিমানা দেন। পাশাপাশি তাঁকে সতর্কও করে বোর্ড। জানিয়ে দেওয়া হয়, আরেকবার এমনটা করলে এক ম্যাচ সাসপেন্ড করা হবে। তবে তিনি সেই রাস্তা থেকে সরলেন না।
বড় রান তাড়া করতে নেমে কেকেআর-এর দুই ওপেনার কুইন্টন ডি কক ও সুনীল নারিন যখন ব্যাপক পেটাচ্ছেন, তখন লখনউকে উইকেট এনে দেওয়া দিগ্বেশ প্যাভেলিয়ানের রাস্তা দেখান নারিনকে। আর তারপরেই পিচকে নোটবুক বানিয়ে সেলিব্রেশন। তবে কেন এই সেলিব্রেশনের ধরনে বদল তা জানা যায়নি। একে নারিনের দারুণ ভক্ত এই ভারতীয় স্পিনার। তাঁর বল করার ধরনেও ক্যারেবিয়ান স্পিনারের ছোঁয়া দেখতে পাওয়া যায়। তবে কি সেইজন্যই এমনটা করলেন? নাকি বোর্ডের সাসপেনশনের ভয়ে নিজেকে সংযত করার সিদ্ধান্ত তা জানা যায়নি। কারণ যাই হোক। ধরন যাই হোক। প্রিয়াংশ আর্য, নমন ধীরের পর দিগ্বেশের ‘নোটবুক’-এ উঠল নারিনের নাম।
কলকাতা নাইট রাইডার্স প্লেয়িং ইলেভেন: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (সি), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, বৈভব অরোরা, স্পেন্সার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
লখনউ সুপার জায়ান্টস প্লেয়িং ইলেভেন: মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পান্ত (উইকেটরক্ষক/অধিনায়ক), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, আকাশ দীপ, আভেশখান, দিগ্বেশ সিং রাঠি।