IPL 2025 KKR vs LSG: রামনবমীতে KKR vs LSG ইডেনের ম্যাচটি কোথায় সরতে পারে? বড় আপডেট

৬ এপ্রিল ইডেনে নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে বড় বদল। রামনবমীর দিন কলকাতায় ম্যাচ হলে নিরাপত্তা দিতে সমস্যা হবে। এমনটা আগেই জানিয়েছিল কলকাতা পুলিশ। দফায় দফায় সিএবি কথা বললেও সমাধান হয়নি। বিসিসিআই-ও রাজি হয়নি তারিখ বদলের ব্যাপারে। তাই এই ম্যাচ সরতে পারে গুয়াহাটিতে। 

Advertisement
রামনবমীতে KKR vs LSG ইডেনের ম্যাচটি কোথায় সরতে পারে? বড় আপডেট  কলকাতা বনাম লখনউ ম্যাচ নিয়ে সংশয়

৬ এপ্রিল ইডেনে নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে বড় বদল। রামনবমীর দিন কলকাতায় ম্যাচ হলে নিরাপত্তা দিতে সমস্যা হবে। এমনটা আগেই জানিয়েছিল কলকাতা পুলিশ। দফায় দফায় সিএবি কথা বললেও সমাধান হয়নি। বিসিসিআই-ও রাজি হয়নি তারিখ বদলের ব্যাপারে। তাই এই ম্যাচ সরতে পারে গুয়াহাটিতে। 

সূত্রের দাবি, রামনবমী উপলক্ষে শহরের নানা প্রান্তে মিছিল হতে পারে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ। বুধবার লালবাজারের পক্ষ থেকে সিএবি-কে এই মর্মে জানিয়ে দেওয়া হয়েছে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'পুলিসের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। রামনবমী রয়েছে। ইডেনে ম্যাচের জন্য প্রায় হাজার চারেক পুলিশ প্রয়োজন হয়। সেটা দেওয়া সম্ভব হচ্ছে না বলেই ম্যাচটি করা যাবে না।' 

কলকাতা পুলিশের বার্তা সিএবি ভারতীয় বোর্ডকে জানিয়েছে। কিন্তু সিএবি সভাপতি জানিয়েছেন, বুধবার রাত পর্যন্ত ভারতীয় বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে, শোনা যাচ্ছে, ম্যাচটি গুয়াহাটিতে চলে যেতে পারে। ইডেনে ২২ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক। এবার এক অভিনব উদ্যোগের শামিল হতে চলেছেন ইডেনের ৬৫ হাজার দর্শক। ২২ মার্চ ইডেনে ঢোকার সময় প্রত্যেক দর্শকের হাতে একটি বিশেষ রিস্ট ব্যান্ড এবং চশমা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সময় মিউজিকের তালে তালে সেই চশমা এবং রিস্ট ব্যান্ড জ্বলতে থাকবে। যা আমেরিকা বা ইওরোপের ব্যান্ড শিল্পীদের অনুষ্ঠানে দেখা যায়। ওই সময় ইডেনের নৈশালোকও বন্ধ থাকবে। 

তবে, নিরাপত্তার দিকটি নিয়ে ভাবা হয়েছে। সেকারণেই বৃহস্পতিবার রাতে ইডেন পরিদর্শন করবেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। জানা গিয়েছে, মাঠের ঠিক মাঝখানেই মূল অনুষ্ঠানের মঞ্চ বাঁধা হবে। সন্ধে ৬টা ২৫ থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সাড়ে সাতটা থেকে ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। ২০০৮ সালেও এও দুই দলের ম্যাচ দিয়েই আইপিএল শুরু হয়েছিল বেঙ্গালুরুতে। 

Advertisement

POST A COMMENT
Advertisement