IPL 2025 KKR vs LSG: রামনবমীর দিন KKR vs LSG ম্যাচ নিয়ে উদ্যোগ সৌরভের, মিলবে সমাধান?

রামনবমীর দিন কলকাতায় কেকেআর বনাম লখনউ সুপার জায়েন্ট ম্যাচ ঘিরে অনিশ্চয়তা। আর তা কাটাতে কি এবার আসরে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? শুক্রবার কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে সৌরভের বৈঠক নিয়ে শুরু হয়েছে সেই জল্পনা। ৬ এপ্রিল রামনবমীর দিন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। আশঙ্কা, এই ম্যাচ চলে যেতে পারে গুয়াহাটিতে। এমন অবস্থায় আসরে নেমে পড়লেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি।

Advertisement
রামনবমীর দিন KKR vs LSG ম্যাচ নিয়ে উদ্যোগ সৌরভের, মিলবে সমাধান?সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা ও লখনউ দল

রামনবমীর দিন কলকাতায় কেকেআর বনাম লখনউ সুপার জায়েন্ট ম্যাচ ঘিরে অনিশ্চয়তা। আর তা কাটাতে কি এবার আসরে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? শুক্রবার কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে সৌরভের বৈঠক নিয়ে শুরু হয়েছে সেই জল্পনা। ৬ এপ্রিল রামনবমীর দিন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। আশঙ্কা, এই ম্যাচ চলে যেতে পারে গুয়াহাটিতে। এমন অবস্থায় আসরে নেমে পড়লেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি।

রামনবমীর দিন গোটা দেশেই নানা মিছিল বের হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর দিন অশান্তির খবর পাওয়া গিয়েছে। সেই কারণেই সতর্ক পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন মহারাজ। পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করে যাতে ইডেনেই কেকেআর-লখনউ ম্যাচ আয়োজন করা যায়, সে নিয়ে কথাবার্তা বলেছেন সৌরভ। 

লখনউ-এর সঙ্গে কলকাতার ম্যাচ মানে আলাদা আবেগ। কলকাতার ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কা এই দল কেনার পর থেকেই কলকাতার ম্যাচ নিয়ে নানা পরিকল্পনা করে থাকেন। সবুজ-মেরুন জার্সি যার মধ্যে অন্যতম। মোহনবাগানের আবেগ জড়িয়ে শহরের ক্রিকেটপ্রেমীদের মন জয় করার কৌশল বলে ইতিমধ্যেই যা নিয়ে তোপ দেগেছেন কেকেআর সমর্থকদের একাংশ।

সুতরাং এই ম্যাচ নিয়ে আলাদা আবেগ থাকবে সেটাই স্বাভাবিক। এদিকে সিএবির পক্ষ থেকে বোর্ডকে এই ম্যাচের তারিখ বদলের আবেদন করা হলেও কাজ হয়নি। সেই কারণে এই ম্যাচ গুয়াহাটিতে চলে যাওয়ার আশঙ্কা দেখা যায়। যদিও এই ম্যাচ শেষ পর্যন্ত কোথায় হবে তা এখনও সরকারিভাবে জানানো হয়নি। ফলে সুযোগ রয়েছে। আর অতীতেও ক্রিকেটের নানা সমস্যার সমাধান করেছেন ‘দাদা’। এবার তাঁর হস্তক্ষেপে আইপিএলের হাইভোল্টেজ ম্যাচটি কলকাতা ধরে রাখতে পারে কি না, সেটাই এখন লাখ টাকার সওয়াল।

সৌরভও এ ব্যাপারে মুখ খোলেননি। ফলে কথাবার্তা বলে কোনও সমাধান পাওয়া গিয়েছে কিনা সেটাও জানা যায়নি। তবুও ক্রিকেট প্রেমীরা আশাবাদী এই ম্যাচকে ঘিরে। 

Advertisement

POST A COMMENT
Advertisement