IPL 2025 KKR vs MI: KKR দলে ফিরছেন এই তারকা, মুম্বইয়ের বিরুদ্ধে রাহানেদের দল কেমন?

সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে আইপিএল-এর (IPL) তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই ম্যাচে ২টো বদল হতে পারে। ওয়াংখেড়েতে মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। আরসিবি (Royal Challengers Bangalore) বিরুদ্ধে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে জয়ে ফেরে নাইটরা। এবার টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে কলকাতা।

Advertisement
KKR দলে ফিরছেন এই তারকা, মুম্বইয়ের বিরুদ্ধে রাহানেদের দল কেমন?আইপিএল ২০২৫, এমআই বনাম কেকেআর

সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে আইপিএল-এর (IPL) তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই ম্যাচে ২টো বদল হতে পারে। ওয়াংখেড়েতে মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। আরসিবি (Royal Challengers Bangalore) বিরুদ্ধে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে জয়ে ফেরে নাইটরা। এবার টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে কলকাতা।

দ্বিতীয় ম্য়াচে জিতলেও, নামার আগে জোর ধাক্কা খেতে হয়েছিল কেকেআরকে। অসুস্থতার জন্য খেলতে পারেননি তারকা অলরাউন্ডার সুনীল নারিন। মুম্বই ম্যাচের আগে ফিট হয়ে গিয়েছেন নারিন। ফলে তিনি ফিরবেন দলে এমনটাই মনে করা হচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে নামার আগে কেকেআরের একাদশে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজস্থানের বিরুদ্ধে নারিনের জায়গায় খেলেছিলেন মইন আলি। মুম্বই ম্যাচে ফের একাদশে ফিরতে পারেন নারিন।

তবে আরও এক বদল হতে পারে বলে মনে করা হয়েছে। দলের পেস বিভাগ নিয়েও চিন্তা রয়েছে কেকেআর শিবির। স্পেনসর জনসন প্রথম দুটি ম্যাচে একেবারেই আশানরুপ পারফরম্যান্স করতে পারেননি। ফলে তৃতীয় ম্যাচে তার জায়গায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে স্পেনসর জনসনকে বসানো হতে পারে প্রথম একাদশ থেকে। তার পরিবর্তে খেলানো হতে পারে দক্ষিণ আফ্রকার তারকা পেসার আনরিখ নোকিয়াকে। শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয় কেকেআর ম্যানেজমেন্ট সেটাই দেখার।

মুম্বই ইন্ডিয়ান্স
আরডি রিকেল্টন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, এসএ যাদব, তিলক ভার্মা, নমন ধীর, হার্দিক পান্ডিয়া (সি), মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, সত্যনারায়ণ রাজু, ডিএল চাহার, মুজিব উর রহমান।
বেঞ্চ : কেএল শ্রীজিৎ, রবিন মিনজক, বি জ্যাকবস, ডব্লিউজি জ্যাকস, রাজাঙ্গদ বাওয়া, জেজে বুমরাহ, এএস টেন্ডুলকার, বিঘ্নেশ পুথুর, অশ্বনী কুমার, আরজেডব্লিউ টপলে, কেভি শর্মা, সি বোশ।

কলকাতা নাইট রাইডার্স
কিউ ডি কক (উইকেটরক্ষক), নারিন, অজিঙ্কা রাহানে (সি), ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, আনরিখ নোকিয়া
বেঞ্চ : রহমানুল্লাহ গুরবাজ, এল সিসোদিয়া, মনীশ পান্ডে, আংক্রিশ রঘুবংশী, রোভমান পাওয়েল, এএস রায়, এম এম আলী, এম মারকান্ডে, স্পেন্সার জনসন, উমরান মালিক, চেতন সাকারিয়া।

Advertisement

POST A COMMENT
Advertisement