IPL 2025 KKR vs MI: দুটো ম্যাচ হেরে KKR-র বিরুদ্ধে নামছে MI, এগিয়ে কারা? রইল পরিসংখ্যান

ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে কঠিন ম্যাচে নামছে কেকেআর। মুম্বইয়ের মাঠে জিততে মুখিয়ে থাকে কলকাতা। তবে ওয়াংখেড়েতে নাইটদের রেকর্ড ভাল নয়। গত মরসুমে ১২ বছর পর জিতেছে তারা। সেই ধারা এবারেও বজায় রাখার দারুণ সুযোগ তাদের সামনে। টানা দু’টি ম্যাচ হেরে আসা ‘দুর্বল’ মুম্বইকে হারের হ্যাটট্রিক উপহার দিতে মরিয়া কেকেআর।

Advertisement
দুটো ম্যাচ হেরে KKR-র বিরুদ্ধে নামছে MI, এগিয়ে কারা? রইল পরিসংখ্যানকেকেআর বনাম মুম্বই
হাইলাইটস
  • ওয়াংখেড়েতে কেকেআর-এর রেকর্ড ভাল নয়
  • এগিয়ে কারা?

ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে কঠিন ম্যাচে নামছে কেকেআর। মুম্বইয়ের মাঠে জিততে মুখিয়ে থাকে কলকাতা। তবে ওয়াংখেড়েতে নাইটদের রেকর্ড ভাল নয়। গত মরসুমে ১২ বছর পর জিতেছে তারা। সেই ধারা এবারেও বজায় রাখার দারুণ সুযোগ তাদের সামনে। টানা দু’টি ম্যাচ হেরে আসা ‘দুর্বল’ মুম্বইকে হারের হ্যাটট্রিক উপহার দিতে মরিয়া কেকেআর।

হেড টু হেড রেকর্ড

মূলত ২০২১ থেকেই ম্যাচ জিততে শুরু করে কেকেআর। ছ’বারের সাক্ষাতে পাঁচ বারই জিতেছে কেকেআর। তাই পরিসংখ্যান একটু হলেও তাদের উদ্বুব্ধ করবে। কিন্তু এটা ক্রিকেট পরিসংখ্যান কিছুই নয় সেখানে। ঘরের মাঠে প্রথম বার খেলতে নামা মুম্বই চাইবে কলকাতাকে হারিয়েই ঘুরে দাঁড়াতে। কেকেআরের বিরুদ্ধে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব দু’জনেই বরাবর ভাল খেলেন। তাঁরা চাইবেন, সোমবারের ম্যাচ থেকেই ফর্মে ফিরতে। এখনও অবধি দুই দল খেলেছে ৩৪টি ম্যাচ। কেকেআর জিতেছে ১১টি। ২৩টি জিতেছে মুম্বই। ফলে পরিসংখ্যানে এগিয়ে রোহিতরা। 

ডি’কক অতীতে বেশ কয়েক বছর মুম্বইয়ে খেলেছেন। ফলে ওয়াংখেড়ে স্টেডিয়াম তাঁর চেনা। আগের ম্যাচে অর্ধশতরান না পেলেও সোমবার তাঁর ব্যাটে আবার বড় রান দেখা যেতে পারে। একই কথা বলা যায় অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং অঙ্গকৃশ রঘুবংশীর ক্ষেত্রেও। দু’জনেই মুম্বইয়ের ছেলে। রাহানে দীর্ঘ দিন ধরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলছেন। প্রতিটি ঘাস তাঁর চেনা। কিছু দিন আগে ঘরোয়া ক্রিকেটেও দলকে নেতৃত্ব দিয়েছেন। রঘুবংশীও ওয়াংখেড়েতে খেলেই বড় হয়েছেন। নিজের শহরের সামনে কিছু প্রমাণ করার তাগিদ থাকবে তাঁদের মধ্যে।

কেকেআরের চিন্তা থাকবে মিডল অর্ডার নিয়ে। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আয়ারেরা প্রথম ম্যাচে রান পাননি। কেকেআরের জয়ের জন্য তাঁদের রানে ফেরা জরুরি। কোনও কারণে টপ অর্ডার খেলতে না পারলে তখন মিডল অর্ডারকে এগিয়ে আসতে হবে। সেই সময় রিঙ্কু, রাসেলরা রান না পেলে কেকেআর চাপে পড়বে।

জোরে বোলিং বিভাগ নিয়েও হালকা চিন্তা রয়েছে। বৈভব অরোরা আগের ম্যাচে উইকেট পেয়েছেন ঠিকই। তবে মাঝেমাঝেই নিয়ন্ত্রণহীন বল করে রান দিয়ে ফেলেন। হর্ষিত রানার বোলিং আগের থেকে ভাল হয়েছে। সবচেয়ে বেশি চিন্তা স্পেন্সার জনসনকে নিয়ে। অসি বোলার আগের দু’টি ম্যাচেই বিপুল রান দিয়েছেন। উইকেটও সে ভাবে পাচ্ছেন না। মুম্বইয়ের ব্যাটারেরা তাঁকে লক্ষ্য করে আক্রমণ করতে পারেন। স্পিন বোলিংয়ে নারাইনের সঙ্গী হতে পারেন বরুণ চক্রবর্তী। এই জুটি গত মরসুম থেকেই কেকেআরকে সাফল্য এনে দিয়েছে।

Advertisement

জসপ্রীত বুমরার না থাকা এবং রোহিত শর্মার খারাপ ফর্ম মুম্বইকে সবচেয়ে বেশি চিন্তায় রাখবে। বুমরা সোমবারেও খেলবেন না। কবে পাওয়া যাবে তার ঠিক নেই। ব্যাট করার সময় শুরুতেই যে ভাবে রোহিত আউট হচ্ছেন, তা নিয়ে চিন্তার যথেষ্ট কারণ রয়েছে।

POST A COMMENT
Advertisement