IPL 2025 KKR vs PBKS: ঘণ্টা বাজল না, কালো ব্যান্ড... পহেলগাঁও-কাণ্ডে শোকপ্রকাশ ইডেনের

ভূস্বর্গে ছবির মতো সাজানো উপত্যকায় সন্ত্রাসবাদী হানায় পর্যটকদের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। স্বাভাবিক ভাবেই ক্রিকেট মাঠেও তার প্রভাব পড়েছে। অনেক ম্যাচেই বন্ধ রাখা হয়েছে চিয়ারলিডারদের নাচ, আবার অনেকক্ষেত্রেই ফাটেনি আতসবাজী। কলকাতায় কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে কালো ব্যান্ড পরে নামলেন শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানেরা। 

Advertisement
ঘণ্টা বাজল না, কালো ব্যান্ড... পহেলগাঁও-কাণ্ডে শোকপ্রকাশ ইডেনেরকালো ব্যান্ড পরে দুই দলের ক্রিকেটাররা

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর গোটা দেশ ক্ষোভে ফেটে পড়েছে। ভূস্বর্গে ছবির মতো সাজানো উপত্যকায় সন্ত্রাসবাদী হানায় পর্যটকদের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। স্বাভাবিক ভাবেই ক্রিকেট মাঠেও তার প্রভাব পড়েছে। অনেক ম্যাচেই বন্ধ রাখা হয়েছে চিয়ারলিডারদের নাচ, আবার অনেকক্ষেত্রেই ফাটেনি আতসবাজী। কলকাতায় কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে কালো ব্যান্ড পরে নামলেন শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানেরা। 

পহেলগাঁও কাণ্ড নাড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে। শনিবার ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন ক্রিকেটাররা। শুক্রবারই এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চাওয়া হয়েছিল নাইট শিবিরের তরফে। বোর্ড থেকে সবুজ সংকেত দেওয়ায় শনিবারের ম্যাচে কালো আর্মব্যান্ড পরে নামলেন কেকেআরের ক্রিকেটারেরা। কালো আর্মব্যান্ড পরে পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ ও নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানালেন পঞ্জাব কিংসের ক্রিকেটারেরাও। শ্রেয়স আইয়ার থেকে শুরু করে প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, অর্শদীপ সিং - সকলেই জার্সির ওপর পরে নিলেন কালো আর্মব্যান্ড।

বাজানো হল না বেল
এখানেই শেষ নয়। টসের ৪০ মিনিট আগে মাঠে তখন দুই দলের ক্রিকেটারেরা ওয়ার্ম আপ করছেন। তখনই সকলে মিলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করলেন। গ্যালারিতে ততক্ষণে যাঁরা এসে পৌঁছেছেন, তাঁরাও দাঁড়িয়ে ক্রিকেটারদের সঙ্গে মিলেই নীরবতা পালন করলেন। বার্তা দেওয়া হল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলে এককাট্টা। ইডেনে এখন যে কোনও আন্তর্জাতিক বা আইপিএল ম্যাচ শুরুর আগে বেল বাজানো হয়। কোনও প্রাক্তন বা বর্তমান ক্রিকেটার বেল বাজিয়ে ম্যাচের সূচনা করেন। ক্লাব হাউসের লোয়ার টিয়ারে ইডেন বেল বাজানোর সময় থাকেন সিএবি কর্তারাও।

শনিবার ইডেন বেল বাজানো হল না। পঞ্জাব কিংসের সহকারী কোচ ব্র্যাড হ্যাডিনকে ডাকা হয়েছিল ইডেন বেল বাজাতে। কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হানার আবহে ইডেন বেল না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবর্তে সিএবি কর্তা সহ সকলে নীরবতা পালন করেন।

Advertisement

কলকাতায় অনুষ্ঠান বাতিল আরিয়ানের
শনিবারই কলকাতায় একটি অনুষ্ঠানে আসার কথা ছিল কেকেআর মালিক শাহরুখ খানের পুত্র আরিয়ান ও কন্যা সুহানার। শাহরুখ-পুত্রের একটি সংস্থা রয়েছে। ডায়াভল (D'YAVOL) নামক সেই সংস্থার একটি অনুষ্ঠান ছিল কলকাতায়। সেই অনুষ্ঠানের পর কেকেআরের ম্যাচ দেখতে ইডেনেও থাকার কথা ছিল বাজিগরের পরিবারের। শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে তারকা অতিথি হতেন আরিয়ান-সুহানারা।

কিন্তু শুক্রবারই কেকেআর ও রেড চিলিজের তরফে জানানো হল, পহেলগাঁওয়ের ঘটনায় মর্মাহত শাহরুখ ও তাঁর পরিবার। সেই কারণেই শনিবার অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে। আরিয়ান ও সুহানা কলকাতায় আসছেন না। সেই সঙ্গে জানানো হল, পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃতদের পাশে রয়েছে শাহরুখ ও তাঁর পরিবার। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সকলের জন্য সহমর্মিতাও জানিয়েছেন শাহরুখ, আরিয়ান, সুহানা-রা। 

POST A COMMENT
Advertisement